Studypress News
অটোফাজি: শরীরের কোষগুলো নিজেই নিজেদের খেয়ে ফেলার প্রক্রিয়া
07 Oct 2016

শরীরের কোষগুলো নিজেই নিজেদের অংশবিশেষ খেয়ে ফেলার প্রক্রিয়ার নাম অটোফাজি। গ্রিক শব্দ ‘অটো’ মানে নিজে নিজে আর ‘ফাজেইন’ মানে খেয়ে ফেলা। এ দুটো শব্দের সমন্বয়েই অটোফাজি। আর এটা নিয়ন্ত্রণকারী জিনগুলো শনাক্ত করেছেন জাপানের বিজ্ঞানী ইশিওনোরি ওশুমি।আমাদের শরীরে কোষগুলো একেক সময় ক্ষয়ে যায়। কোষের সেই ক্ষয়প্রাপ্ত অংশ বা বর্জ্যকে আবার ব্যবহারের উপযোগী করা সম্ভব হলে কোষের সুস্থতা বজায় থাকে। শরীরের এই গোপন কলাকৌশল আবিষ্কারের স্বীকৃতি হিসেবে এ বছর চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার ওশুমি।
Important News

Highlight of the week
