Studypress News
মলিউকুলার মেশিন: অণু দিয়ে যন্ত্র তৈরি করে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
07 Oct 2016

মলিকিউল বা অণু দিয়ে এমন এক যন্ত্র তৈরি করেছেন তিন বিজ্ঞানী, যা নড়বে-চড়বে, ঘুরে বেড়াবে। এমনকি পৌঁছে যাবো শরীরের ভেতরে যে কোনও কোষেও! এই আণবিক যন্ত্র বা মলিকিউলার মেশিন তৈরি করেই ২০১৬ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী— জঁ পিয়ের শোভাজ, জে ফ্রেজার স্টোডার্ট এবং বারনার্ড এল ফেরিঙ্গা।
মলিউকুলার মেশিন কী:
অধ্যাপক ফেরিঙ্গা জানিয়েছেন তাদের আবিষ্কার করা হাজারখানেক যন্ত্র পাশাপাশি রাখলে সেটা একটা চুলের মতো ‘মোটা’ হবে। তবে এদের ক্ষমতা মোটেই কম নয়। ভবিষ্যতে চিকিৎসকেরা হয়তো ইঞ্জেকশনের মাধ্যমে এই যন্ত্রই রক্তে ঢুকিয়ে দেবেন। তার পর সে নিজে নিজেই ক্যানসার আক্রান্ত কোষে পৌঁছে দেবে ওষুধ।
সাফল্যকাহন:
১৯৮৩ সালে প্রথম পদক্ষেপটি নিয়েছিলেন শোভাজ। দু’টো আংটির মতো দেখতে অণুকে একে অপরের সঙ্গে জুড়ে তৈরি করেছিলেন একটা শিকল। পরের পদক্ষেপটা স্টোডার্টের। ১৯৯১ সালে তিনি দেখিয়েছিলেন, সাইকেলের চাকার যেমন অ্যাক্সেল থাকে, ঠিক তেমন অণু দিয়ে তৈরি অ্যাক্সেলের উপর অণু দিয়ে তৈরি একটি চাকা অনায়াসেই ঘুরতে পারে। ১৯৯৯ সালে ফেরিঙ্গা বানিয়ে ফেলেন এই আণবিক যন্ত্র।
Important News

Highlight of the week
