Studypress News

হারিকেন ম্যাথিউ: হাইতিতে ২৮৩ জন নিহত

07 Oct 2016

হাইতিতে হারিকেন ম্যাথিউর তাণ্ডবে অন্তত ২৮৩ জন নিহত হয়েছে। অধিকাংশ ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূল এবং এর আশপাশের শহর ও গ্রামে। হাইতির উপকূলে গত মঙ্গলবার আঘাত হানে ক্যারিবীয় অঞ্চলে গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন ম্যাথিউ।

(ছবি: সিএনএন)