Studypress News
পোস্টাল অপারেশন কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ
06 Oct 2016
ইউপিইউ এর ২৬তম কংগ্রেসে বাংলাদেশকে নির্বাচিত করা হয়। চারটি দেশকে এবার এশিয়া-ওশেনিয়া অঞ্চল থেকে কাউন্সিলের সদস্য নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিল অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, থাইলান্ড, নিউজিল্যান্ড, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, ভারত, শ্রীলংকা ও লেবানন। নির্বাচনে ভোট দিয়েছে ১৪৭টি দেশ। এ অঞ্চল থেকে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া ও চীন কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন জাতিসংঘের অধীন একটি বিশেষায়িত এজেন্সি। এর কাজ হল আন্তর্জাতিক ডাক যোগাযোগের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় ও নীতি সহায়তা দেওয়া।