Studypress News

পল্লী বিদ্যুতায়ন বোর্ড: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (২০১৬) প্রশ্ন ও সমাধান

06 Oct 2016

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

প্রাথমিক নির্বাচনী পরীক্ষা-২০১৬

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

(কম্পিউটার ও ইন্টারনেট)  

 

নিচের কোনটি গ্রাফিক্স সফটওয়্যার?

Adobe photo shop

একটি তথ্যের সাথে অন্য তথ্যকে ইন্টারনেট সম্পর্কযুক্ত করাকে কি বলে?

Hyperlink*

যে স্থায়ী মেমোরতি প্রোগ্রাম করা যায় এবং প্রয়োজনে মুছে ফেলা যায় তা হল-

EPROM

MS word document এ ১টি Specific word বের করতে কোন command ব্যবহার করা হয়?

Ctrl+F*

MS word এ নতুন Window খোলার জন্য কোন Short-cut Command ব্যবহার করা হয়?

Ctrl+N

কোন ফাংশন কী দ্বারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে স্লাইড শুরু করা যায়?

F-5

কাজের গতি বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয়?

Ram cache*

সেমিকন্ডাক্টর মেমোরি হচ্ছে-

র‍্যাম ও রম

মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়?

ALU

Location box এ ঠিকানা টাইপ করাকে বলে-

Log on*

ই-মেইল ঠিকানায় ডোমেন নামের সর্বশেষ অংশটিকে কী বলা হয়?

TLD

এ্যালগরিদমের চিত্ররূপকে বলা হয়-

Flow Chart

Start-up disk এ কি থাকে?

System software

কিসের সাহায্যে র‍্যাম এর ধারণ ক্ষমতা বাড়ানো যায়?

Ram cache

কম্পিউটারের বাস কোনটি?

ফেচ সাইকেল

ওয়েব ব্রাউজার নয় কোনটি?

ওরাকল

U.T.P. কি?

Unshielded twisted pair*

কম্পিউটার হার্ডওয়ার ও এপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে কাজের যোগসূত্র রচনা করে কোনটি?

অপারেটিং সিস্টেম

সুপার কম্পিউটারের চেয়ে ছোট কম্পিউটারকে কি বলে?

মেইন ফ্রেম*

১ ন্যানো সেকেন্ড ১ সেকেন্ডের কত ভাগ সময়?

১০০ কোটি ভাগের ১ ভাগ

নিচের কোনটি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম?

উইন্ডোজ এনটি*

প্রোগ্রামের ডিবাগিং কি?

ত্রুটি সংশোধন

        

0 ও 1 এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কি বলা হয়?

বিট

C3, C4, C5, C6 সেল চারটির সংখ্যাগুলোর গড় নির্ণয়ের জন্য কিভাবে ফাংশন লিখতে হয়?

=AVG (C3:C6)

MCQ পরীক্ষার উত্তর পত্র মূল্যায়ন করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?

ও এম আর

পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম-

মাল্টিমিডিয়া

প্রোগ্রামের মূল লক্ষ্য কী?

সমস্যার সন্তোষজনক সমাধান

সেল পয়েন্টার পর্দার নীচের সারিতে চলে যায়--

Page down বোতামে চাপ দিলে

প্রোগ্রামের ত্রুটি সংশোধনের পদ্ধতিকে বলে-

Debugging

Find কমান্ড কোন মেনুতে থাকে?

Edit

নিচের কোনটি প্র্রোগ্রামিং ল্যাংগুয়েজ?

সি*

নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস?

মাউস

MS Excel এ Split কোন মেনুর অধীনে?

View

একসিস ডাটাবেজ ফাইলের বর্ধিত নাম হল-

.MDB

 

ফাইল কপি বা স্থানান্তর প্রক্রিয়ার চূড়ান্ত নির্দেশ হল-

Paste

ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ নয় কোনটি?

ওয়ার্ড প্রসেসর

৫৩D কোন ধরনের সংখ্যা?

হেক্সাডেসিমেল

সংখ্যা পদ্ধতি মোট কত প্রকার?

৪ প্রকার

প্রতিটি শব্দ আলাদাভাবে Underline করার কমান্ড হল--

Ctrl+U

Download Dialog Box এর কী বোর্ড কমান্ড কোনটি?

নিউমেরিক কী-প্যাড কোথায় থাকে?

কী বোর্ডের ডান দিকে

কম্পিউটারের সাংগাঠনিক অংশ নয় কোনটি?

রিপেয়ারিং ইউনিট

সুইচ বন্ধ রাখার সাথে সাথে কম্পিউটারের কিসের সব তথ্য হারিয়ে যায়?

র‍্যাম এর তথ্য

Y2K এর সম্প্রসারিত রূপ কোনটি?

Millennium bug

 

        

 

নীচের কোনটি ডাটাবেজ প্যাকেজ নয়?

জাবা

রকমেল্ট (Rock Melt) কি?

ওয়েব ব্রাউজার*

নীচের কোনটি মাল্টিমিডিয়ার প্রকারভেদ নয়?

সুপার মিডিয়া

কম্পিউটার সিস্টেমের প্রসেসরকে কি বলে?

ব্রেইন

প্রাইমারী ডাটা টাইপ কী নামে পরিচিত?

বিল্ট ইন

Google.com কি?

Search Engine*

ই-মেইল ঠিকানায় @ এর পরের অংশটিকে কি বলে?

ডোমেইন নেম

নেটওয়ার্কভুক্ত কম্পিউটার সমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কি বলে?

টপোলজি

ডিজিটাল সংকেতকে এনালগ সংকেত এবং এনালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে নিচের কোনটি?

মডেম

 

ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে ডাক্তারের কাছ থেকে রোগীর চিকিৎসাকে কি বলা হয়?

টেলি মেডিসিন

কোনটি ডাটাবেজ ফাইলের এক্সটেনশন?

dbf

সরকারী কোন ওয়েব সাইটের মাধ্যমে গুরুত্বপূর্ণ ফরম ডাউনলোড করে নেওয়া যায়?

www.forms.gov.bd*

‘Order by’-SQL কমান্ড ডাটা-

সর্টিং করা হয়*

Ctrl+F9*

নদীর তীরে কোন স্থানের অপর প্রান্তের ১৫০ মি: গাছের উন্নতি কোণ ৬০ ডিগ্রি হলে নদীর প্রস্থ কত মিটার?

পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৪০ বছর। ১০ বছর পরে ও ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত?

২:১

যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২০% বৃদ্ধি পায় তার ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে?

৪৪

Cosθ+Cos2θ=1 হলে tanθ=?

তিনটি বাহুর দৈর্ঘ্য (সে:মি:) দেওয়া হল কোন ক্ষেত্রে ত্রিভুজ সম্ভব।

৩,৫,৬

একটি সমকোণী ত্রিভুজ আকৃতির জমির সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৪ একক ও ৩ একক হলে জমিটির অপর বাহুর দৈর্ঘ্য কত?

একটি শ্রেণীতে ১০ জন ছাত্রের প্রত্যেককে তার সহপাঠির সংখ্যার সমান চাঁদা দিলে মোট চাঁদা উঠবে কত টাকা?

৯০

নিচের কোনটি log4^64 এর সঠিক মান?

একটি দ্রব্য ৩৬ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রয় করলে তার ৩ গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

৪৫

স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় ২ কি:মি: এবং স্রোতের বেগ ৩ কি:মি: হলে, স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় কত কি:মি:?

তড়িৎ শক্তি যে যন্ত্রের সাহায্যে শব্দ শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলে-

লাউড স্পিকার*

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-

একই হয়

গ্রীন হাউজ এফেক্টের জন্য বাংলাদেশের কোন ধরনের ক্ষতি হতে পারে?

নিম্নভূমি নিমজ্জিত হবে*

 

        

 

বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠে ছিল?

মেসোপটেমিয়ায়*

বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু কে করেছিলেন?

সম্রাট আকবর*

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

কামরুল হাসান

 

বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী প্রথম আরব রাষ্ট্র হচ্ছে-

ইরাক

বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

১৩৬তম

বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?

৭ই মার্চ ১৯৭৩

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?

শেখ মুজিবর রহমান