Studypress News

পর্তুগালের আন্তোনিও গুতেরেস জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন

06 Oct 2016

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার সাবেক প্রধান আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্যরাষ্ট্র আন্তোনিও গুতেরেসের নাম অনুমোদন করেছে।পরবর্তী মহাসচিব প্রশ্নে ছয় ধাপে গোপন বা অনানুষ্ঠানিক ভোট হয় যেখানে প্রতিবারই গুতেরেস সবচেয়ে বেশি ‘হ্যাঁ’–সূচক ভোট পেয়ে শীর্ষে ছিলেন।
 

আন্তোনিও গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আর ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছিলেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার।