Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: সেপ্টেম্বর, ২০১৬
05 Oct 2016
১। সীমান্ত ব্যাংক বাংলাদেশের কততম তফসিলি ব্যাংক?
ক) ৫৫তম খ) ৫৬তম গ) ৫৭তম ঘ) ৫৪তম
২। জাতিসংঘ ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান?
ক) ১২৪তম খ) ১২৫তম গ) ১২৬তম ঘ) ১২৭তম
৩। জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) কানাডা খ) চীন গ) যুক্তরাজ্য ঘ) কোনটি নয়
৪। ইসমাইল কারিমভ কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক) বসনিয়া খ) উজবেকিস্তান গ) তাজিকিস্তান ঘ) তুরস্ক
৫। অজ্ঞাতনামা চলচ্চিত্রটির পরিচালক কে?
ক) তৌকীর আহমেদ খ) তানভীর মোকাম্মেল গ) ফরিদুর রেজা সাগর ঘ) জাহিদ হাসান
৬। সম্প্রতি কোন দেশ টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড করে?
ক) শ্রীলঙ্কা খ) ওয়েস্ট ইন্ডিজ গ) অস্ট্রেলিয়া ঘ) সাউথ আফ্রিকা
৭। ‘আলাপন’ কি?
ক) সরকারি কর্মকর্তাদের অ্যাপ খ) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অ্যাপ গ) স্বাস্থ্যকর্মীদের অ্যাপ ঘ) কোনটি নয়
৮। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দেশের সাবেক প্রেসিডেন্টকে সম্প্রতি বিশেষ সম্মাননা দেয়া হয়?
ক) মালয়েশিয়ার খ) ভুটানের গ) ভারতের ঘ) কানাডার
৯। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পুরস্কার দেয়া হয় কেন?
ক) নারীর ক্ষতায়নের জন্য খ) শান্তির জন্য গ) বৈশ্বিক উষ্ণতা রোধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ঘ) কোনটি নয়
১০। আন্তর্জাতিক শান্তি দিবস কবে?
ক) ২০ সেপ্টেম্বর খ) ২১ সেপ্টেম্বর গ) ২২ সেপ্টেম্বর ঘ) ২৩ সেপ্টেম্বর
১১। অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০১৬ এ বাংলাদেশের অবস্থান?
ক) ১২১তম খ) ১২২তম গ) ১৪০তম ঘ) ১৪১ তম
১২। বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপের নির্মাতা কোন দেশ?
ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) চীন ঘ) সুইজারল্যান্ড
১৩। তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে?
ক) মাশরাফি খ) সাকিব গ) রাজ্জাক ঘ) ক ও খ
১৪। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক কবে মারা যান?
ক) ২৭ সেপ্টেম্বর খ) ২৮ সেপ্টেম্বর গ) ২৯ সেপ্টেম্বর ঘ) ২৬ সেপ্টেম্বর
১৫। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন কবে?
ক) ২৭ সেপ্টেম্বর খ) ২৮ সেপ্টেম্বর গ) ২৯ সেপ্টেম্বর ঘ) ৩০ সেপ্টেম্বর
১৬। শিমন পেরেজ কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক) সুইডেন খ) ইসরায়েল গ) অস্ট্রিয়া ঘ) ইউক্রেন
১৭। বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান?
ক) ১০৫তম খ) ১০৬তম গ) ১১০তম ঘ) ১১১তম
১৮। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে কয়জন বোলার একই ভেন্যুতে ১০০টি ওডিআই উইকেট নিয়েছেন?
ক) ১ জন খ) ২ জন গ) ৩ জন ঘ) ৪ জন
১৯। সার্কের রীতি অনুসারে জোটভুক্ত কয়টি দেশ অংশ নিতে অপারগ হলে সম্মেলন হতে পারে না?
ক) সংখ্যাগরিষ্ঠ খ) সংখ্যালঘিষ্ঠ গ) একটি ঘ) সবকটি সদস্য
২০। তিনজনের ডিএনএ থেকে শিশুর জন্ম দিয়েছেন কোন দেশের বিজ্ঞানীরা?
ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) কানাডা ঘ) মেক্সিকো
১। ৫৭তম ২। ১২৪। ৩। চীন ৪। উজবেকিস্তান ৫। তৌকীর আহমেদ ৬। অস্ট্রেলিয়া ৭। সরকারি কর্মকর্তাদের অ্যাপ ৮। কানাডার ৯। নারীর ক্ষতায়নের জন্য ১০। ২১ সেপ্টেম্বর ১১। ১২১ তম ১২। চীন ১৩। সাকিব ১৪। ২৭ সেপ্টেম্বর ১৫। ২৮ সেপ্টেম্বর ১৬। ইসরায়েল ১৭। ১০৬তম ১৮। ৩ জন ১৯। ১টি ২০। যুক্তরাষ্ট্র
..............................................................................................................
শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা
- ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
- কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
- কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
- ভর্তি ফি: ৫০০ টাকা
স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।