Studypress News
পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন ৩ ব্রিটিশ বিজ্ঞানী
05 Oct 2016
ব্রিটেনের তিন বিজ্ঞানী এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন। এঁরা হলেন ডেভিড জে থাওলেস, ডানকান হ্যালডেন ও মাইকেল কোস্টারলিৎজ। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস গতকাল মঙ্গলবার তাঁদের তিনজনের নাম ঘোষণা করে।
এই তিন ব্রিটিশ বিজ্ঞানী তত্ত্বের মাধ্যমে পদার্থের টপোলজিক্যাল অবস্থার সন্ধান দিয়েছেন। তাঁদের এই গবেষণার ফলে ইলেক্ট্রনিকসে নতুন সম্ভাবনার আশা তৈরি হয়েছে। যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা এই তিন বিজ্ঞানী বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন।
ডেভিড থাওলেসের জন্ম ১৯৩৪ সালে, ইংল্যান্ডের বিয়ার্সডেনে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক তিনি।
লন্ডনে ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন ডানকান হ্যালডেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক।
১৯৪২ সালে অ্যাবারডেনে জন্মগ্রহণ করেন মাইকেল কোস্টারলিৎজ। বর্তমানে তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়ে কর্মরত।