Studypress News

স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু

04 Oct 2016

নির্বাচন কমিশন (ইসি) লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে ১০ কোটি নাগরিকের মধ্যে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু  করেছে। নির্বাচন কমিশনার এম শাহনেওয়াজ জানান, ইসি স্মার্টকার্ড বিতরণের সময় কার্ডধারীদের ১০ আঙুলের ছাপ এবং বর্ণালি ছবিসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে।মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই বিতরণ কার্যক্রমের সূচনা করেন তিনি। আঙুল ও চোখের আইরিশের ছাপ দিয়ে প্রধানমন্ত্রী নিজের কার্ড গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ প্রধানমন্ত্রীকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এ সময় শেখ হাসিনা তার পুরোনো জাতীয় পরিচয়পত্র ফেরত দেন। আগামীকাল থেকে সর্বসাধারণের মাঝে এই কার্ড পর্যায়ক্রমে বিতরণ করা হবে। ঢাকার দুই সিটি ও সদ্যবিলুপ্ত দাশিয়ারছড়া সিটমহলের নাগরিকদের হাতে আগে পৌঁছে দেয়া হবে এই স্মার্ট পরিচয়পত্র।

 

স্মার্ট পরিচয়পত্র নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যঃ

# জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরন করা হয় ----- 2 অক্টোবর 2016
# সর্বপ্রথম স্মার্ট কার্ড দেওয়া হয়------
     প্রথমে  ---- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ 
     দ্বিতীয় ---- প্রধানমন্ত্রী শেখ হাসিনা 
     তৃতীয় ---- মাশরাফি বিন মর্তুজা 
# জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণের ব্র্যান্ড 
     অ্যাম্বাসেডর ( শুভেচ্ছা দূত) কে?
      --- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক 
          মাশরাফি বিন মর্তুজা
 
# সাধারণ নাগরিকদের মধ্যে কার্ড বিতরণ শুরু 
    হবে----- 3 অক্টোবর 2016 
# জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) কত ধরনের সেবা
     পাওয়া যাবে ---- 22 ধরনের সেবা 
#  জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) এর তথ্যভাণ্ডারে
     কত ধরনের তথ্য থাকবে ------ 32 ধরনের তথ্য 
# প্রাথমিকভাবে ঢাকার উত্তরা ও রমনা থানায় এবং কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়াতে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।