Studypress News
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ : বিশ্বব্যাংক
03 Oct 2016
চলতি ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তবে ২০১৭-১৮ অর্থবছরে এই হার ৬ দশমিক ২ শতাংশে কমে দাঁড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে তারা।বিশ্বব্যাংক বলছে, দেশের অর্থনীতিতে এখনো কিছু উদ্বেগ রয়েছে। স্থিতিশীলতা থাকলেও উদ্বেগ কাটেনি। বিনিয়োগ না হয়ে সঞ্চয়ের অর্থ পাচার হচ্ছে।বিশ্বব্যাংকের মতে, তিনটি চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে। আর তা হলো, বেসরকারি বা ব্যক্তি বিনিয়োগ কম, রেমিট্যান্স প্রবাহ বর্তমানে নিম্নমুখী এবং আন্তর্জাতিক অর্থপ্রবাহ কমেছে।দারিদ্র্য হার কমিয়ে আনতে হলে দ্রুত প্রবৃদ্ধি অর্জনের জন্য কিছু পদক্ষেপ নিতে হবে বলে জানান বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান।বিশ্বব্যাংক বলছে, দারিদ্র্যতার হার কমাতে হলে প্রবৃদ্ধির জন্য কাঠামোগত সংস্কার আরো বেগবান করতে হবে। ২০০৫ থেকে ২০১০ সালে যে অর্জন ছিল তা ধরে রাখতে পারলে এসডিজিতে দারিদ্র্যতা হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। ৮.৮ শতাংশ প্রবৃদ্ধি করতে পারলে এসডিজির লক্ষ্য অর্জন সম্ভব। জিডিপি প্রবৃদ্ধি ১ শতাংশ বাড়লে দারিদ্র্যতা কমে ১.৫৪ শতাংশ হবে।