Studypress News
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন জাপানের ইউশিনোরি ওসুমি
03 Oct 2016

এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন জাপানের ইউশিনোরি ওসুমি। তিনি একজন সেল বায়োলজিস্ট। আজ সোমবার স্টকহোমের ক্যারোরিন্সকা ইনস্টিটিউট থেকে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। ইউশিনোরি ওসুমি একজন ‘অটোফেজি’ বিশেষজ্ঞ। অটোফেজি আবিষ্কারের স্বীকৃতি হিসেবে ওসুমিকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। তার এই গবেষণার মাধ্যমে শরীরের কোষগত উপাদানের ভাঙন ও তা পুনর্ব্যবহারযোগ্য করার একটি নতুন প্রক্রিয়া উন্মোচিত হয়। গত বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন আয়ারল্যান্ড, জাপান ও চীনের তিন বিজ্ঞানী। চিকিৎসাবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার দেয়া হয় ১৯০৫ সালে। মঙ্গলবার পদার্থে, বুধবার রসায়নে এবং শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া সামনের সপ্তাহে অর্থনীতি এবং সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
Important News

Highlight of the week
