Studypress News
প্রনীত হচ্ছে সপ্তম বার্ষিক কর্মপরিকল্পনা
01 Jan 2015
আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ে পৌঁছানোর জন্য অর্থনৈতিক ও সামাজিক খাতে কিছু মানদ- ও স্থির করা হয়েছে। সেই মোতাবেক তৈরি করা হয়েছে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোতাবেক, মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে তিনটি স্তর ধরা হয়েছে। বাস্তবায়ন শুরু থেকে এ বছরের শেষ। ২০১৬ সাল থেকে ২০১৮ সাল এবং ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত করণীয় বিষয় বাস্তবায়নে নির্দেশনা রয়েছে। মধ্যম আয়ের দেশে পৌঁছানোর জন্য মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি দুই ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশের সামগ্রিক উন্নয়ন পরিস্থিতি বিশেষ করে এলডিসি থেকে উত্তরণের জন্য বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক নির্দেশকের যে অগ্রগতি দরকার, তাই করা হয়েছে। এছাড়া অন্যতম প্রধান লক্ষ্যের মধ্যে রয়েছে দারিদ্র্য প্রায় ১০ শতাংশ কমিয়ে আনা; প্রাথমিক শিক্ষার হার শতভাগ এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার হার ৬০ শতাংশে উন্নীত করা; ৫ বছরের নিচে শিশু মৃতু্যুর হার প্রতি হাজারে ৫০ জনে নামিয়ে আনা; জনসংখ্যা বৃদ্ধির হার ২ শতাংশে নামিয়ে আনা; বিদ্যুৎ সরবরাহ ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করা; গবেষণা ও উন্নয়নে সরকারি ব্যয় জিডিপির ১ শতাংশে উন্নীত করা এবং মাধ্যমিক শিক্ষায় তথ্য-প্রযুক্তি (আইসিটি) বাধ্যতামূলক করা।