Studypress News

বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশে ‘অতিদরিদ্র’ মানুষের সংখ‌্যা কমেছে

03 Oct 2016

অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব‌্যাহত থাকায় বিশ্ব ব‌্যাংকের হিসাবে বাংলাদেশে ‘অতিদরিদ্র’ মানুষের সংখ‌্যা মোট জনগোষ্ঠীর ১২.৯ শতাংশে নেমে এসেছে।

যাদের আয় দিনে ১ দশমিক ৯০ ডলারের কম, তাদেরকেই বিশ্ব ব‌্যাংক ‘অতিদরিদ্র’ হিসেবে চিহ্নিত করে।

 

অর্থাৎ, ক্রয়ক্ষমতার ভিত্তিতে (পারচেজিং পাওয়ার পেরিটি) বাংলাদেশের ১২.৯ শতাংশ মানুষের দৈনিক আয় ১.৯ ডলারের (১১৫ টাকা) কম।

বিশ্ব ব‌্যাংকের হিসাব অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশে অতিদারিদ্র্যের হার ছিল ১৩.৮ শতাংশ।

সোমবার (০৩/১০/২০১৬ ইং) প্রকাশিত বিশ্ব ব‌্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এ তথ‌্য প্রকাশ করা হয়।

 

হিসেবে ২০১০-১১ সময়ে বাংলাদেশে অতিদারিদ্র্যের হার ছিল ১৭ দশমিক ৪ শতাংশ;

২০১১-১২ অর্থবছরে ছিল ১৬.৪ শতাংশ;

২০১২-১৩ অর্থবছরে ছিল ১৫.৫ শতাংশ;

২০১৩-১৪ অর্থ বছরে ছিল ১৪.৭ শতাংশ;

২০১৪-১৫ অর্থবছরে ছিল ১৩.৮ শতাংশ।

 

বিশ্ব ব‌্যাংকের ২০১৩ সালের তথ‌্য অনুযায়ী, বিশ্বের ১০ দশমিক ৭ শতাংশ মানুষ বাস করছে অতিদারিদ্র্য সীমার নিচে।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যের হার ‘শূন‌্যে’ (৩ শতাংশের নিচে নেমে এলেই তাকে শূন‌্য ধরা হবে) নামিয়ে আনার যে লক্ষ্য ঠিক করা হয়েছে, তা অর্জন করতে হলে বাংলাদেশকে ৮.৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে।