Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স: সেপ্টেম্বর, ২০১৬
03 Oct 2016
১ সেপ্টেম্বর
# দেশের ৫৭তম তফসিলি ব্যাংক: সীমান্ত ব্যাংকের উদ্বোধন
●সীমান্ত ব্যাংক লিমিটেড।
●উদ্বোধন: ১ সেপ্টেম্বর, ২০১৬
●উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
●এটি দেশের (৫৭তম) তফসিলি ব্যাংক।
●এটি নিয়ে বর্তমানে দেশে মোট ব্যাংকের সংখ্যা (৬৪টি)।
●মূলধন: ৪০০ কোটি টাকা অনুমোদিত এবং ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে গঠিত সীমান্ত ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করে গত ১০ অগাস্ট, ২০১৬ তারিখে গেজেট প্রকাশ করে সরকার।
●মালিকানা: সীমান্ত ব্যাংকের মালিকানা থাকবে বিজিবি কল্যাণ ট্রাস্টের হাতে।
●প্রধান কার্যালয়: ঢাকার জিগাতলায় সীমান্ত স্কয়ারের কাছে নির্মিত নতুন ভবনে এর প্রধান কার্যালয়।
● এমডি: এনআরবি ব্যাংকের এমডি মোখলেছুর রহমানকে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
●চেয়ারম্যান: বিজিবির মহাপরিচালক--আজিজ আহমেদ।
●ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে: ব্যাংকে চাকরির ক্ষেত্রে বিজিবির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাবেন। ঋণের ক্ষেত্রেও তারা বিশেষ সুবিধা পাবেন।
# জাতিসংঘ ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচক ২০১৬: বাংলাদেশ ১২৪তম
জাতিসংঘ ই-গভর্মেন্ট উন্নয়ন সূচক-২০১৬ শীর্ষ পাঁচ দেশ যথাক্রমে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও ফিনল্যান্ড। এই সূচকে বাংলাদেশের অবস্থান ১২৪তম। ২০১৪ সালে বাংলাদেশ ছিল ১৪৮তম স্থানে। আর গতবারের প্রতিবেদনে শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া।
২ সেপ্টেম্বর
# পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আদালত ও খ্রিস্টান সম্প্রদায়ের আবাসে দুই সন্ত্রাসী হামলায় হামলাকারীসহ ২০ জন নিহত।
৩ সেপ্টেম্বর
# একাত্তরের মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে।
# ফ্রান্সের রাজধানী প্যারিসে সম্পাদিত বৈশ্বিক জলবায়ু চুক্তিতে অনুসমর্থন দিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণের জন্য দায়ী (৪০ শতাংশ) দুই দেশ চীন ও যুক্তরাষ্ট্র।
৪ সেপ্টেম্বর
# ফিলিস্তিনি নাগরিকদের পূর্ণ পোস্টাল রাইটস প্রধান
ফিলিস্তিনি নাগরিকেরা প্রথমবারের মত সরাসরি নিজেদের চিঠিপত্র গ্রহণ করতে পারবেন। # তার আগে সব ধরনের পোস্ট বা চিঠিপত্র ইসরাইল হয়ে স্থানীয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে পৌঁছাতো। রোববার (০৪/০৯/২০১৬ ইং) এক চুক্তি সই হয় যার মাধ্যমে এই অঞ্চলকে আর্থিক লেনদেনসহ পূর্ণ পোস্টাল রাইটস দেয়া হয়েছে, অর্থাৎ এখন থেকে নিজেদের নামে পাঠানো চিঠিপত্র গ্রহণ করতে পারবেন তারা।
# ২০০৮ সালের এক মধ্যস্থতার ধারাবাহিকতার ফলশ্রুতিতে এই অধিকার দেয়া হলো। # মধ্যস্থতা করেছিল ইউনাইটেড নেশনস ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন যারা বিশ্বজুড়ে চিঠিপত্র আদান প্রদানের বিষয়টি নিয়ন্ত্রণ করে থাকে।
৫ সেপ্টেম্বর
# এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন
ইরানকে হারিয়ে বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। এরপর একে একে হারায় সিঙ্গাপুর, কিরগিজস্তান ও চাইনিজ তাইপেকে। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ৪-০ গোলে। টানা পাঁচ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ।
# চীনে জি২০ সম্মেলন শুরু
চীনের হাংচৌতে শুরু হয়েছে জি-২০ বার্ষিক সম্মেলন। প্রথমবারের মতো চীনে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ২০টি অর্থনীতির এই সম্মেলন।
শুরুতেই বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ২০ অর্থনীতির ভূমিকা তুলে ধরেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কোনো সম্মেলনে অংশ নিয়েছেন থেরেসা মে। এ ছাড়া প্রেসিডেন্ট হিসেবে এ সম্মেলনে যোগ দিয়ে শেষ রাষ্ট্রীয় সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
গ্রুপ অব টোয়েনটি ফিন্যানস মিনিস্টারস অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নরস (জ়ি-২০, জি২০, গ্রুপ অব টোয়েনটি) হল বিশ্বের ২০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি জোট বা গ্রুপ। গ্রুপের সদস্য ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন। জি২০ দেশসমূহের রাষ্ট্রপ্রধান এবং সরকারপ্রধানও গ্রুপের সম্মেলনে তাঁদের নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন। সমষ্টিগতভাবে জি২০ এর অন্তর্ভুক্ত দেশসমূহ পৃথিবীর মোট জাতীয় উৎপাদনের ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৮০% এবং বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ জনসংখ্যা গঠন করে।
কানাডার সাবেক অর্থমন্ত্রী পল মার্টিন প্রথম জি২০ গঠনের প্রস্তাব করেন। বিশ্বের প্রধান ও উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি সম্পন্ন দেশসমূহের মধ্যে পারস্পারিক সহযোগিতা, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা ইত্যাদি ছিল জি২০ গঠনের উদ্দেশ্য।
২০০৯ এর ২৫ সেপ্টেম্বরে জি২০ এর নেতারা ঘোষণা দেন যে, জি৮ কে জি২০ অদূর ভবিষ্যতে প্রতিস্থাপন করবে।
# উজবেকিস্তানের প্রেসিডেন্ট কারিমভ এর মৃত্যু
# উজবেকিস্তানের প্রথম এবং একমাত্র প্রেসিডেন্ট ইসমাইল কারিমভ (৭৮) স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। # সোভিয়েত ইউনিয়নের পতনের পর সৃষ্টি হয় উজবেকিস্তান। # তারপর নব সৃষ্ট দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করেন কারিমভ। # দেশটি শাসন করেছিলেন একটানা ২৫ বছর ধরে।
৬ সেপ্টেম্বর
কসোভোতে সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকার হলেন বাংলাদেশের তৌকীর আহমেদ
কসোভোর চলচ্চিত্র উৎসব ‘দ্য গডেস অন দ্য থ্রোন’–এ অংশ নিয়ে ‘অজ্ঞাতনামা’র জন্য সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকার পুরস্কার অর্জন করেন তৌকীর।
গল্পে দেখানো হয়েছে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের মানবেতর জীবনযাপনের এক ভয়াবহতা। মধ্যপ্রাচ্যে বসবাস করা বাংলাদেশিদের জীবনে যে বিনোদন, সুচিকিৎসা, এমনকি মানবাধিকারের বালাই নেই, তা–ই তুলে ধরা হয়েছে।
বাংলাদেশে গত ১৯ আগস্ট মুক্তি পায় ‘অজ্ঞাতনামা’। তার আগে ইতালির গালফ অব নেপলস ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি অর্জন করে জুরি মেনশন অ্যাওয়ার্ড। এ ছাড়া গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় প্রদর্শিত হয় তৌকীর আহমেদের নতুন এই সিনেমা।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুণ, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, শাহেদ আলী, মোমেনা চৌধুরী, জুঁই করিম প্রমুখ।
গত ৩১ আগস্ট শুরু হয়ে কসোভোর চলচ্চিত্র উৎসবটি, এবং শেষ হয় ৪ সেপ্টেম্বর।
# সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। জিকা সংক্রান্ত বিষয়ে যে কোনও সহযোগিতা বা পরামর্শের জন্য দূতাবাসের শ্রম শাখায় বা ৬২৫৫০০৭৫ (এক্সটেনশন-২৭৯, ২৮১) নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।’ এর আগে সিঙ্গাপুরে কর্মরত ১০ বাংলাদেশি জিকায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছিল। এবার আরও নয় বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। সম্প্রতি দেশটিতে অবস্থান করা বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরা জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
# অস্ট্রেলিয়া ২৬৩/৩: টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্বরেকর্ড করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার শ্রীলঙ্কার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৬৩ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৯ উইকেটে ১৭৮ রান করে শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগের রেকডর্ট ছিল ২০০৭ সালের টি-টোয়ন্টি বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ৬ উইকেটে করা ২৬০ রান।
# সরকারি কর্মকর্তাদের অ্যাপ 'আলাপন'
সরকারি কর্মকর্তাদের নিজেদের মধ্যে যোগাযোগ ও ফাইল আদান-প্রদানের জন্য চালু হয়েছে মেসেজিং অ্যাপ 'আলাপন'।এই অ্যাপের মাধ্যমে সরকারের কোনো কর্মকর্তা যে কোনো জায়গা থেকে চ্যাটিং, ভয়েস ও ভিডিও কল, গ্রুপ কনফারেন্স ছাড়াও নথি আদান-প্রদান করতে পারবেন।সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তথ্য ও যোগাযোগ বিভাগ ১৪ লাখ কর্মকর্তার জন্য এই অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপটি এরই মধ্যেই আওএস ও গুগল প্লে-স্টোরে অবমুক্ত করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জাতীয় পরিচয়পত্রের নম্বর ও পে- স্কেলে ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অন্যান্য অ্যাপের চেয়ে ‘আলাপনে’ কম ব্যান্ডউইথ, কম চার্জ ও কম স্পেসের প্রয়োজন হবে। এসব সুযোগ-সুবিধার কারণে আন্তঃযোগাযোগের ক্ষেত্রে ‘আলাপনকে’ বৈপ্লবিক পরিবর্তন বলে
# ‘খাদ্যবান্ধব’ কর্মসূচির উদ্বোধন
‘খাদ্যবান্ধব’ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের তারিখ: ৭/৯/২০১৬ ইং
হতদরিদ্র ৫০ লাখ পরিবার মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর- এই পাঁচ মাস এই সুবিধা পাবে। ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি পর্যন্ত চাল কিনতে পারবে তারা। নারী, বিধবা ও প্রতিবন্ধী নারী প্রধান পরিবারকেই প্রাধান্য দেওয়া হবে এ কর্মসূচিতে।
এ কর্মসূচি বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সংশ্লিষ্ট কমিটি প্রতি ৫০০ পরিবারের জন্য একজন করে ডিলার নিয়োগ দিচ্ছে। আর সুবিধাভোগী প্রত্যেক পরিবারকে দেওয়া হচ্ছে একটি করে কার্ড। সেই কার্ড তুলে দিয়েই কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী।
# সিরিয়ায় ‘ক্লোরিন গ্যাস’ হামলা
সিরিয়ার উত্তরাঞ্চলে সাকরেব শহরে হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা ফেলা হয়েছে, যাতে ক্লোরিন গ্যাস ছিল বলে দাবি করেছেন চিকিৎসক ও উদ্ধারকর্মীরা। এতে আক্রান্ত হয়েছে কমপক্ষে ৩০ জন।বলা হচ্ছে, আলেপ্পোর ওই উপশহরে সরকারি বাহিনী হেলিকপ্টার থেকে ক্লোরিন গ্যাসভর্তি ব্যারেলবোমা ফেলেছে।
ক্লোরিন শিল্প-কারখানায় ব্যবহারের জন্য একটি সাধারণ রাসায়নিক। কিন্তু অস্ত্র হিসেবে এর ব্যবহার ‘রাসায়নিক অস্ত্র কনভেনশন’-এ নিষিদ্ধ করা হয়েছে। ক্লোরিনের বিষক্রিয়ায় সাধারণত চোখে জ্বালাপোড়া করে, চামড়া কুঁচকে যায়, শ্বাসকষ্ট হয় এবং মুখ থেকে রক্তাক্ত ফেনা বের হয়।
৯ সেপ্টেম্বর
# গ্রহাণুতে যাচ্ছে নাসার মহাকাশযান ‘ওসিরিস-রেক্স’
ধূমকেতুর পর প্রথমবারের মতো কোনও গ্রহাণুতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ‘ওসিরিস-রেক্স’।অসম্ভব দ্রুত গতিতে পৃথিবীর দিকে ছুটে আসা ঘাতক গ্রহাণু ‘বেন্নু’কে ঠেকানোর চেষ্টাতেই সেটির কাছে যাচ্ছে নাসা। পৃথিবীর ওপর গ্রহাণুটির আছড়ে পড়ার আশঙ্কা অনেকটাই। ২০১৮ সালে ‘বেন্নু’তে পৌঁছবে ‘ওসিরিস-রেক্স’। এরপর ২০২৩ সালে এটি পৃথিবীতে ফিরে আসবে।
১৬ সেপ্টেম্বর
# মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের সম্মাননা পেলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী ট্রুডো
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে অ্যালিওট ট্রুডোকে মরণোত্তর ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ দেওয়া হয়েছে। তাঁর ছেলে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাস্টিন ট্রুডোর হাতে তিনি ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ হস্তান্তর করেন।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যে কয়জন বিশ্বনেতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাঁদের অন্যতম পিয়েরে ট্রুডো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে কয়টি দেশ প্রথম দিকে বাংলাদেশকে স্বীকৃতি দেয়, তার মধ্যে কানাডা অন্যতম। কমনওয়েলথ ও জাতিসংঘে বাংলাদেশের সদস্য লাভের ব্যাপারে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন তিনি।
# চলে গেলেন কিনসেলা
কানাডীয় সাহিত্যিক ডব্লিউ পি কিনসেলা (৮১) গত ১৬ সেপ্টেম্বর শেষনিশ্বাস ত্যাগ করেছেন।তাঁর লেখা আলোচিত বই শুলেস জো অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ফিল্ড অব ড্রিমস বেশ পরিচিতি পেয়েছে। কিনসেলার মৃত্যু হয়েছে চিকিৎসকের সহায়তায়। কানাডায় নিরাময় অযোগ্যভাবে অসুস্থ ব্যক্তিদের জন্য সম্প্রতি এ রকম মৃত্যুর ব্যবস্থাকে বৈধতা দেওয়া হয়েছে। দেশের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অব কানাডা’ উপাধিতে ভূষিত কিনসেলা কবিতা এবং সৃজনশীল ও মননশীল কথাসাহিত্যের বিভিন্ন শাখায় অন্তত ৩০টি বই লিখেছেন। মোটরগাড়ি দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছিলেন কিনসেলা। তাঁর শেষ বই রাশিয়ান ডলস আগামী বছর প্রকাশিত হবে।
১৮ সেপ্টেম্বর
# ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত, আহত ৩০ জনের বেশি।
১৯ সেপ্টেম্বর
# আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড নিলেন সজীব ওয়াজেদ জয়
‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণ এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতকে বিশ্বমানে উন্নীত করতে উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতিস্বরূপ ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রীপুত্র ও তার তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিউইয়র্কে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জয় এ পুরস্কার গ্রহণ করেন । ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট ও যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে এ পুরস্কারের প্রবর্তন করেছে। বৈশ্বিক এ পুরস্কার এবারই প্রথম দেয়া হলো।২০০৭ সালে সজীব ওয়াজেদ জয়কে ‘ইয়ং গ্লোবাল লিডার’ নির্বাচন করেছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে ওই সম্মান পান।বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক প্রকল্প গ্রহণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি বিষয়ে বাংলাদেশের নাগরিকদের সহায়তা করায় তাকে এ পুরস্কার দেয়া হয়েছে। আইসিটি বিভাগে নেতৃত্বদান ও দৃঢ়তার সঙ্গে তথ্যপ্রযুক্তি খাত নিয়ে কাজ করে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। প্রতিযোগিতাপূর্ণ বিশ্ববাজারে টেকসই উন্নয়ের জন্য আইসিটি খাতকে নেতৃত্ব দিয়ে দেশকে দ্রুত এগিয়ে নিচ্ছেন তিনি।
২০ সেপ্টেম্বর
# চট্টগ্রাম নগরে প্রথমবারের মতো যানচলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে ২০ জন নারী ট্রাফিক পুলিশ।
# সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বিদায়ী ভাষণ।
২১ সেপ্টেম্বর। জাতীয়
‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নারীর ক্ষমতায়নে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার সন্ধ্যায় জাতিসংঘ প্লাজায় এক সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনার হাতে ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ তুলে দেয় গ্লোবাল পার্টনারশিপ ফোরাম। এ পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ হিসেবে জাতিসংঘ উইমেনের স্বীকৃতি পেলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি মাল্টার প্রেসিডেন্ট মারিয়ে লুইস কোলিরো প্রেসা ও জাতিসংঘের ফার্স্ট লেডি বান সুক তায়েককেও এ পুরস্কার দেওয়া হয়।
# আন্তর্জাতিক শান্তি দিবস
বিশ্বের শান্তিকামী মানুষের দাবির প্রেক্ষিতে এই দিনটিকে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ৩৬/৬৭ নম্বর প্রস্তাব অনুসারে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের "তৃতীয় মঙ্গলবার"; জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার দিনটিকে "আন্তর্জাতিক শান্তি দিবস" হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে, ২০০১ সালের ৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ৫৫/২৮২ নম্বর প্রস্তাব অনুযায়ী ২০০২ সাল থেকে প্রতি বছরের ২১ সেপ্টেম্বর "আন্তর্জাতিক শান্তি দিবস" হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এবারের শান্তি দিবসের প্রতিপাদ্য হলো ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, শান্তির জন্য বিল্ডিং ব্লক’।
২৩ সেপ্টেম্বর। জাতীয়
অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০১৬: ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ
২০১৬ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৫৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২১। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের চেয়েও এগিয়ে আছে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও ভারত। সূচক নির্ধারণী প্রায় প্রতিটি ক্যাটাগরিতেই পিছিয়ে আছে বাংলাদেশ।
অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হংকং; সবচেয়ে নিচে অবস্থানকারী দেশ ভেনিজুয়েলা। কানাডাভিত্তিক থিংকট্যাংক ফ্রেজার ইনস্টিটিউট এ সূচক প্রকাশ করে। ২০১৪ সালের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে এ সূচক তৈরি করা হয়।
এবারের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ ১০টি দেশ হলো—হংকং (১), সিঙ্গাপুর (২), নিউজিল্যান্ড (৩), সুইজারল্যান্ড (৪), কানাডা (৫), জর্জিয়া (৬), আয়ারল্যান্ড (৭), মৌরিতাস (৮), আরব আমিরাত ও অস্ট্রেলিয়া (৯) ও যুক্তরাজ্য (১০)।
সূচকে সবচেয়ে নিচে অবস্থানকারী ১০টি দেশ হলো—ইরান (১৫০), আলজেরিয়া (১৫১), চাদ (১৫২), গিনি (১৫৩), অ্যাঙ্গোলা (১৫৪), মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র (১৫৫), আর্জেন্টিনা (১৫৬), কঙ্গো প্রজাতন্ত্র (১৫৭), লিবিয়া (১৫৮) ও ভেনিজুয়েলা (১৫৯)।
অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ১৬, জার্মানি ৩০, জাপান ৪০, ফ্রান্স ৫৭ ও রাশিয়া ১০২তম।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা দেশগুলো: ভুটান ৭৮, নেপাল ১০৮, শ্রীলঙ্কা ১১১ ও ভারত ১১২তম। চীনের অবস্থান ১১৩ ও পাকিস্তানের অবস্থান ১৩৭।
সরকারের আকার, আইনি কাঠামো ও সম্পত্তির অধিকার, স্থিতিশীল মুদ্রা, আন্তর্জাতিক বাণিজ্য স্বাধীনতা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা—এই পাঁচটি ক্যাটাগরির ওপর ভিত্তি করে অর্থনৈতিক স্বাধীনতা সূচক তৈরি করা হয়।
২৫ সেপ্টেম্বর
# বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ কাজ করা শুরু করেছে
রোববার (২৫/৯/২০১৬ ইং) থেকে বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ দক্ষিণপশ্চিম চীনে কাজ করা শুরু করেছে। এই প্রকল্প ভিনগ্রহের প্রাণি খুঁজতে মানুষকে সহায়তা করবে বলে জানিয়েছে বেইজিং।
চলতি বছর জুলাইয়ে এটি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছিল। ২০১১ সালে ফাস্ট নির্মাণের কাজ শুরু হয়।
চলতি বছর ফেব্রুয়ারিতে এই প্রকল্পের জন্য ভাল পরিবেশ গড়তে ওই এলাকার আশপাশের ১০ হাজার মানুষকে সরিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেন স্থানীয় কর্মকর্তারা।
দেশটির গুইঝু এলাকার দুই পাহাড়ের মাঝে পাঁচশ' মিটার দৈর্ঘ্যের অ্যাপারচার স্ফেরিকাল রেডিও টেলিস্কোপ (ফাস্ট) স্থাপন করা হয়েছে।
এই টেলিস্কোপ বানাতে ১২০ কোটি ইউয়ান খরচ করা হয়েছে, যা ১৮ কোটি মার্কিন ডলারের সমান ৩০টি ফুটবল মাঠের সমান রিফ্লেকটর রয়েছে এতে।
ফাস্ট মহাকাশে মানুষ ছাড়া আরও অন্য বুদ্ধিমান প্রাণের সন্ধান ও তা নিয়ে গবেষণায় ব্যবহৃত হবে।
২৬ সেপ্টেম্বর
# সাকিবের কীর্তি: তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী এখন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এই কীর্তি গড়েন এই তারকা অলরাউন্ডার। তিনি ছাড়িয়ে গেছেন আব্দুর রাজ্জাককে, যিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০৭ উইকেট নিয়েছেন। ২০০৬ এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিবের। কেবল একদিনের আন্তর্জাতিক ক্রিকেট নয় টেস্ট ও টি-টোয়েন্টিতেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। গত বছর আব্দুর রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ওডিআই ক্রিকেটে ২০০ উইকেট পূর্ণ করেছিলেন সাকিব।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐ ম্যাচটিতেই ২০০ উইকেট পূর্ণ করেন মাশরাফি বিন মোর্ত্তজা (এখন তার উইকেট ২০৫টি)। সাকিব, রাজ্জাক ও মাশরাফি ছাড়া বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে ওডিআই ক্রিকেটে শতাধিক উইকেট শিকার করেন মোহাম্মদ রফিক।
২৭ সেপ্টেম্বর
লেখক সৈয়দ শামসুল হক আর নেই
বাংলাদেশের স্বনামধন্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ২৭ সেপ্টেম্বর বিকাল ৫টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।চিকিৎসায় উন্নতি না হাওয়ায় লন্ডনের চিকিৎসকরা শামসুল হককে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দিলে লেখককে দেশে ফিরিয়ে আনা হয়।
১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্ম সৈয়দ শামসুল হকের। কবিতা, ছোটগল্প, উপন্যাস, কাব্যনাট্যসহ সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে 'সব্যসাচী লেখক' বলা হয়। ১৯৬৪ সালে মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমী পুরস্কার পান সৈয়দ শামসুল হক। এখন পর্যন্ত বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সর্বকনিষ্ঠ লেখক তিনি। ১৯৫০-এর দশকেই প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘দেয়ালের দেশ’। পরে ‘খেলারাম খেলে যা’, ‘নিষিদ্ধ লোবান’, ‘সীমানা ছাড়িয়ে’, ‘নীল দংশন’, ‘বারো দিনের জীবন’, ‘তুমি সেই তরবারী’, ‘কয়েকটি মানুষের সোনালী যৌবন’, ‘নির্বাসিতা’র মতো বিখ্যাত উপন্যাস উপহার দিয়েছেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘একদা এক রাজ্যে’, ‘বৈশাখে রচিত পঙক্তিমালা’, ‘পরানের গহীন ভিতর’, ‘অপর পুরুষ’, ‘অগ্নি ও জলের কবিতা’। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘নুরলদীনের সারা জীবন’ সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাট্য ।
২৮ সেপ্টেম্বর
# প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন
গতকাল ২৮ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭০তম জন্মদিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কেটেছে টুঙ্গিপাড়ায়। তাঁরা পাঁচ ভাইবোন। তাঁর শিক্ষাজীবন শুরু হয় টুঙ্গিপাড়ার এক পাঠশালায়। ১৯৫৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। শেখ হাসিনা ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেন। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের নেত্রী হিসেবে তিনি আইয়ুববিরোধী আন্দোলন এবং ৬ দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৬৮ সালে বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়।
২৮ সেপ্টেম্বর
# ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ মারা গেছেন
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট শিমন পেরেজ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তেল আবিবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (২৮/০৯/২০১৬)।মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর দুবার প্রধানমন্ত্রী ও একবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন শিমন পেরেজ।ফিলিস্তিনের সঙ্গে শান্তি চুক্তির উদ্যোগের কারণে ১৯৯৪ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি। ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত এবং আরেক ইসরাইলি নেতা আইজ্যাক রবিনের সাথে যৌথভাবে এ পুরস্কান পান তিনি।
# বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক: এক ধাপ এগিয়েছে বাংলাদেশ
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে এবার এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত অর্থবছরে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০৭। এ বছর ১০৬তম অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। মোট ১২টি বিষয়ের ওপর ভিত্তি করে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
১৩৮টি দেশে এই বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৩৯তম। পাকিস্তানের অবস্থান ১২৬তম। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে মালয়েশিয়ার অবস্থান সবচেয়ে ভালো। দেশটির অবস্থান এবার ২৫তম। এ ছাড়া চীনের অবস্থান ২৮তম, থাইল্যান্ডের ৩৪তম ও ইন্দোনেশিয়ার অবস্থান ৪১তম।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই প্রতিবেদন অনুযায়ী প্রতিযোগিতা সক্ষমতার সূচকে বরাবেরর মতো এবারো সবার ওপরে আছে সুইজারল্যান্ড এবং এরপরের অবস্থান সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের।
# সাকিবের নতুন রেকর্ড: একই ভেন্যুতে ১০০ উইকেট শিকার
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে একই ভেন্যুতে ১০০ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এই কীর্তি রয়েছে কেবল পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের।আফগানিস্তানের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ৪৭ রানে ৪ উইকেট শিকার করেন সাকিব।এই মাঠে ৭০ ম্যাচেই এখন ১০০ উইকেট বাঁ হাতি স্পিনারের।ওয়াসিম ও ওয়াকার সংযুক্ত আরব আমিরাতের শারজায় এই কীর্তি গড়েছেন। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ১২২ উইকেট নিয়ে তালিকার এক নম্বরে ওয়াসিম। একই মাঠে ১১৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ওয়াকার।
২৯ সেপ্টেম্বর
# সীমান্তপারে ভারতের হামলা
সীমান্তপারের ‘সন্ত্রাসী’ ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। বুধবার (২৮/৯/১৬) শেষরাত ও বৃহস্পতিবার (২৯/৯/১৬) ভোরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে ভারতীয় বাহিনী পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে।
ভারতীয় বাহিনীর চালানো ‘সফল’ এই অভিযানকে সামরিক পরিভাষায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বলা হচ্ছে। অভিযান চালানোর পর ভারতের পক্ষ থেকে বিষয়টি পাকিস্তানকে অবহিত করার কথা জানানো হয়েছে।
# ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত
আগামী নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে বলে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও ভুটান এবারের সম্মেলনে অংশ না নেওয়ার কথা জানিয়ে দিলে সম্মেলন স্থগিতের বিষয় অনিবার্য হয়ে ওঠে। এই পরিস্থিতিতে সম্মেলন পুরোপুরি বাতিল না করে স্থগিত করার মাধ্যমে শ্রীলঙ্কা ও মালদ্বীপকে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে নেপাল।সার্কের রীতি অনুসারে জোটভুক্ত একটি দেশও অংশ নিতে অপারগ হলে সম্মেলন হতে পারে না।
# চিকিৎসা বিজ্ঞানে নতুন অধ্যায়ের সূচনা: তিন জনের ডিএনএ থেকে শিশুর জন্ম
নতুন পদ্ধতিতে শিশুর জন্ম দিয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। পাঁচ মাস বয়সী শিশুটির ডিএনএ মা-বাবা থেকে এলেও, এর সঙ্গে তৃতীয় একজন দাতার জেনেটিক কোড যোগ করা হয়েছে। এর ফলে চিকিৎসাশাস্ত্রে নতুন এক যুগের সূচনা হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। তিন ব্যক্তির 'ফার্টিলিটি কৌশল' এরকম অভিনব এক কৌশলে বিজ্ঞানীরা এই শিশুটির জন্ম দিয়েছেন।শিশুটির মা জর্ডানের নাগরিক। তার জিনে কিছু ত্রুটি ছিলো। শিশুটি যাতে ত্রুটিমুক্ত হয়ে জন্মাতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা সেটা নিশ্চিত করেছেন।বিশেষজ্ঞদের মতে, যেসব পরিবারে জেনেটিক ত্রুটি বা সমস্যা আছে বিজ্ঞানের এই আবিষ্কার তাদেরকে সাহায্য করতে পারে। মাইট্রোকন্ড্রিয়াল ডোনেশন নামের এই প্রক্রিয়াটি নিয়ে এখনও প্রচুর বিতর্ক হচ্ছে।
প্রত্যেক কোষের ভেতরে থাকে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া খাদ্য থেকে জ্বালানী তৈরি করে।কোন কোন নারীর মাইটোকন্ড্রিয়াতে জেনেটিক ত্রুটি থাকলে সেটা তাদের সন্তানদের মধ্যেও ছড়িয়ে পড়ে।জর্ডানের এই পরিবারটির যে ত্রুটি ছিলো তার নাম 'লেই সিন্ড্রোম।' এবং এই ত্রুটির ফলে শিশুটির মৃত্যুও হতে পারতো।এই ত্রুটি সংশোধন করতে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে হয়েছে বিজ্ঞানীদেরকে। যুক্তরাষ্ট্রে এধরনের গবেষণা আইন করে নিষিদ্ধ। তাইএসব করতে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের এই দলটিকে যেতে হয়েছে মেক্সিকোতে যেখানে এসব নিষিদ্ধ করে কোন আইন কার্যকর নেই। এই প্রক্রিয়ায় ডাক্তাররা মায়ের ডিম্বাণু থেকে গুরুত্বপূর্ণ সব ডিএনএ সংগ্রহ করেছেন। একই সাথে দাতার ডিম্বাণু থেকেও স্বাস্থ্যকর মাইটোকন্ড্রিয়া সংগ্রহ করা হয়। তারপর এই দুটোকে নিষিক্ত করা হয় পিতার শুক্রাণুতে।তারপর শিশুটির জন্ম হয়েছে। ডাক্তাররা বলছেন, শিশুটি সুস্থ আছে। এবং এখনও পর্যন্ত তার শরীরে কোন ত্রুটি ধরা পড়েনি।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮।