Studypress News
সীমান্তপারে ভারতের হামলা
29 Sep 2016

সীমান্তপারের ‘সন্ত্রাসী’ ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। বুধবার (২৮/৯/১৬) শেষরাত ও বৃহস্পতিবার (২৯/৯/১৬) ভোরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে ভারতীয় বাহিনী পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে।
ভারতীয় বাহিনীর চালানো ‘সফল’ এই অভিযানকে সামরিক পরিভাষায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বলা হচ্ছে। অভিযান চালানোর পর ভারতের পক্ষ থেকে বিষয়টি পাকিস্তানকে অবহিত করার কথা জানানো হয়েছে।
Important News

Highlight of the week
