Studypress News
বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক: এক ধাপ এগিয়েছে বাংলাদেশ
29 Sep 2016
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে এবার এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত অর্থবছরে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০৭। এ বছর ১০৬তম অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। মোট ১২টি বিষয়ের ওপর ভিত্তি করে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
গতকাল বুধবার ১৩৮টি দেশে এই বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৩৯তম। পাকিস্তানের অবস্থান ১২৬তম। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে মালয়েশিয়ার অবস্থান সবচেয়ে ভালো। দেশটির অবস্থান এবার ২৫তম। এ ছাড়া চীনের অবস্থান ২৮তম, থাইল্যান্ডের ৩৪তম ও ইন্দোনেশিয়ার অবস্থান ৪১তম।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই প্রতিবেদন অনুযায়ী প্রতিযোগিতা সক্ষমতার সূচকে বরাবেরর মতো এবারো সবার ওপরে আছে সুইজারল্যান্ড এবং এরপরের অবস্থান সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের।