Studypress News

ফার্ক বিদ্রোহীদের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তি কলম্বিয়া সরকারের

29 Sep 2016

 

কট্টর বামপন্থী ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে গত সোমবার চূড়ান্ত শান্তিচুক্তি সই করেছে কলম্বিয়ার সরকার। এর মাধ্যমে প্রায় অর্ধশতক ধরে চলা রক্তক্ষয়ী এক সংঘাতের অবসান হলো লাতিন আমেরিকার দেশটিতে। এ লড়াইয়ে দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছে। সোমবার প্রথমবারের মতো কলম্বিয়ার মাটিতে দেশটির প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস ও ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর নেতা টিমোচেনকো পরস্পরের সঙ্গে উষ্ণ করমর্দন করেন। এরপর সাদা একটি কলম দিয়ে তারা চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে সবাইকে সাদা পোশাক পরে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল। এতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সাদা পোশাকে উপস্থিত ছিলেন।