Studypress News
সাকিবের নতুন রেকর্ড: একই ভেন্যুতে ১০০ উইকেট শিকার
29 Sep 2016
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে একই ভেন্যুতে ১০০ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এই কীর্তি রয়েছে কেবল পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের।আফগানিস্তানের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ৪৭ রানে ৪ উইকেট শিকার করেন সাকিব।এই মাঠে ৭০ ম্যাচেই এখন ১০০ উইকেট বাঁ হাতি স্পিনারের।ওয়াসিম ও ওয়াকার সংযুক্ত আরব আমিরাতের শারজায় এই কীর্তি গড়েছেন। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ১২২ উইকেট নিয়ে তালিকার এক নম্বরে ওয়াসিম। একই মাঠে ১১৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ওয়াকার।