Studypress News
চিকিৎসা বিজ্ঞানে নতুন অধ্যায়ের সূচনা: তিন জনের ডিএনএ থেকে শিশুর জন্ম
29 Sep 2016

নতুন পদ্ধতিতে শিশুর জন্ম দিয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। পাঁচ মাস বয়সী শিশুটির ডিএনএ মা-বাবা থেকে এলেও, এর সঙ্গে তৃতীয় একজন দাতার জেনেটিক কোড যোগ করা হয়েছে। এর ফলে চিকিৎসাশাস্ত্রে নতুন এক যুগের সূচনা হয়েছে বলছেন বিশেষজ্ঞরা। তিন ব্যক্তির 'ফার্টিলিটি কৌশল' এরকম অভিনব এক কৌশলে বিজ্ঞানীরা এই শিশুটির জন্ম দিয়েছেন।শিশুটির মা জর্ডানের নাগরিক। তার জিনে কিছু ত্রুটি ছিলো। শিশুটি যাতে ত্রুটিমুক্ত হয়ে জন্মাতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা সেটা নিশ্চিত করেছেন।বিশেষজ্ঞদের মতে, যেসব পরিবারে জেনেটিক ত্রুটি বা সমস্যা আছে বিজ্ঞানের এই আবিষ্কার তাদেরকে সাহায্য করতে পারে। মাইট্রোকন্ড্রিয়াল ডোনেশন নামের এই প্রক্রিয়াটি নিয়ে এখনও প্রচুর বিতর্ক হচ্ছে।
প্রত্যেক কোষের ভেতরে থাকে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া খাদ্য থেকে জ্বালানী তৈরি করে।কোন কোন নারীর মাইটোকন্ড্রিয়াতে জেনেটিক ত্রুটি থাকলে সেটা তাদের সন্তানদের মধ্যেও ছড়িয়ে পড়ে।জর্ডানের এই পরিবারটির যে ত্রুটি ছিলো তার নাম 'লেই সিন্ড্রোম।' এবং এই ত্রুটির ফলে শিশুটির মৃত্যুও হতে পারতো।এই ত্রুটি সংশোধন করতে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে হয়েছে বিজ্ঞানীদেরকে। যুক্তরাষ্ট্রে এধরনের গবেষণা আইন করে নিষিদ্ধ। তাইএসব করতে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের এই দলটিকে যেতে হয়েছে মেক্সিকোতে যেখানে এসব নিষিদ্ধ করে কোন আইন কার্যকর নেই। এই প্রক্রিয়ায় ডাক্তাররা মায়ের ডিম্বাণু থেকে গুরুত্বপূর্ণ সব ডিএনএ সংগ্রহ করেছেন। একই সাথে দাতার ডিম্বাণু থেকেও স্বাস্থ্যকর মাইটোকন্ড্রিয়া সংগ্রহ করা হয়। তারপর এই দুটোকে নিষিক্ত করা হয় পিতার শুক্রাণুতে।তারপর শিশুটির জন্ম হয়েছে। ডাক্তাররা বলছেন, শিশুটি সুস্থ আছে। এবং এখনও পর্যন্ত তার শরীরে কোন ত্রুটি ধরা পড়েনি।
(বিবিসি)
Important News

Highlight of the week
