Studypress News
১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত
29 Sep 2016
আগামী নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে বলে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও ভুটান এবারের সম্মেলনে অংশ না নেওয়ার কথা জানিয়ে দিলে সম্মেলন স্থগিতের বিষয় অনিবার্য হয়ে ওঠে। এই পরিস্থিতিতে সম্মেলন পুরোপুরি বাতিল না করে স্থগিত করার মাধ্যমে শ্রীলঙ্কা ও মালদ্বীপকে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে নেপাল।সার্কের রীতি অনুসারে জোটভুক্ত একটি দেশও অংশ নিতে অপারগ হলে সম্মেলন হতে পারে না।