Studypress News
চীনের তৈরী বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ
26 Sep 2016
রোববার (২৫/৯/২০১৬ ইং) থেকে বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ দক্ষিণপশ্চিম চীনে কাজ করা শুরু করেছে। এই প্রকল্প ভিনগ্রহের প্রাণি খুঁজতে মানুষকে সহায়তা করবে বলে জানিয়েছে বেইজিং।
চলতি বছর জুলাইয়ে এটি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছিল। ২০১১ সালে ফাস্ট নির্মাণের কাজ শুরু হয়।
চলতি বছর ফেব্রুয়ারিতে এই প্রকল্পের জন্য ভাল পরিবেশ গড়তে ওই এলাকার আশপাশের ১০ হাজার মানুষকে সরিয়ে পুনর্বাসনের উদ্যোগ নেন স্থানীয় কর্মকর্তারা।
দেশটির গুইঝু এলাকার দুই পাহাড়ের মাঝে পাঁচশ' মিটার দৈর্ঘ্যের অ্যাপারচার স্ফেরিকাল রেডিও টেলিস্কোপ (ফাস্ট) স্থাপন করা হয়েছে।
এই টেলিস্কোপ বানাতে ১২০ কোটি ইউয়ান খরচ করা হয়েছে, যা ১৮ কোটি মার্কিন ডলারের সমান ৩০টি ফুটবল মাঠের সমান রিফ্লেকটর রয়েছে এতে।
ফাস্ট মহাকাশে মানুষ ছাড়া আরও অন্য বুদ্ধিমান প্রাণের সন্ধান ও তা নিয়ে গবেষণায় ব্যবহৃত হবে।