Studypress News

সাকিবের কীর্তি: তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী

26 Sep 2016

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী এখন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে এই কীর্তি গড়েন এই তারকা অলরাউন্ডার। তিনি ছাড়িয়ে গেছেন আব্দুর রাজ্জাককে, যিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০৭ উইকেট নিয়েছেন। ২০০৬ এ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিবের। কেবল একদিনের আন্তর্জাতিক ক্রিকেট নয় টেস্ট ও টি-টোয়েন্টিতেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। গত বছর আব্দুর রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ওডিআই ক্রিকেটে ২০০ উইকেট পূর্ণ করেছিলেন সাকিব।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐ ম্যাচটিতেই ২০০ উইকেট পূর্ণ করেন মাশরাফি বিন মোর্ত্তজা (এখন তার উইকেট ২০৫টি)। সাকিব, রাজ্জাক ও মাশরাফি ছাড়া বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে ওডিআই ক্রিকেটে শতাধিক উইকেট শিকার করেন মোহাম্মদ রফিক।