Studypress News

২১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক শান্তি দিবস

23 Sep 2016

২১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস। বিশ্বের শান্তিকামী মানুষের দাবির প্রেক্ষিতে এই দিনটিকে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত  ৩৬/৬৭ নম্বর প্রস্তাব অনুসারে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের "তৃতীয় মঙ্গলবার"; জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার দিনটিকে "আন্তর্জাতিক শান্তি দিবস" হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে, ২০০১ সালের ৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ৫৫/২৮২ নম্বর প্রস্তাব অনুযায়ী ২০০২ সাল থেকে প্রতি বছরের ২১ সেপ্টেম্বর "আন্তর্জাতিক শান্তি দিবস" হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এবারের শান্তি দিবসের প্রতিপাদ্য হলো ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, শান্তির জন্য বিল্ডিং ব্লক’।