Studypress News
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের সম্মাননা পেলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী ট্রুডো
23 Sep 2016
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে অ্যালিওট ট্রুডোকে মরণোত্তর ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ দেওয়া হয়েছে। গত শুক্রবার (১৬-০৯-১৬) তাঁর ছেলে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাতে এই সম্মাননা তুলে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাস্টিন ট্রুডোর হাতে তিনি ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ হস্তান্তর করেন।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যে কয়জন বিশ্বনেতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাঁদের অন্যতম পিয়েরে ট্রুডো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে কয়টি দেশ প্রথম দিকে বাংলাদেশকে স্বীকৃতি দেয়, তার মধ্যে কানাডা অন্যতম। কমনওয়েলথ ও জাতিসংঘে বাংলাদেশের সদস্য লাভের ব্যাপারে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন তিনি।