Studypress News
আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড নিলেন সজীব ওয়াজেদ জয়
22 Sep 2016
‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণ এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতকে বিশ্বমানে উন্নীত করতে উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতিস্বরূপ ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রীপুত্র ও তার তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। নিউইয়র্কে গত ১৯ সেপ্টেম্বর এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জয় এ পুরস্কার গ্রহণ করেন । ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট ও যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে এ পুরস্কারের প্রবর্তন করেছে। বৈশ্বিক এ পুরস্কার এবারই প্রথম দেয়া হলো।২০০৭ সালে সজীব ওয়াজেদ জয়কে ‘ইয়ং গ্লোবাল লিডার’ নির্বাচন করেছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে ওই সম্মান পান।বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক প্রকল্প গ্রহণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি বিষয়ে বাংলাদেশের নাগরিকদের সহায়তা করায় তাকে এ পুরস্কার দেয়া হয়েছে। আইসিটি বিভাগে নেতৃত্বদান ও দৃঢ়তার সঙ্গে তথ্যপ্রযুক্তি খাত নিয়ে কাজ করে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। প্রতিযোগিতাপূর্ণ বিশ্ববাজারে টেকসই উন্নয়ের জন্য আইসিটি খাতকে নেতৃত্ব দিয়ে দেশকে দ্রুত এগিয়ে নিচ্ছেন তিনি।