Studypress News
বিশ্ব নিরাপত্তায় শান্তি ও ঐক্যর ডাক দিলেন ওবামা তার শেষ ভাষণে।
22 Sep 2016
নিরাপত্তাহীন বিশ্ব-বাস্তবতায় বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলমান জাতিসংঘের ৭১ তম সাধারণ অধিবেশনের বার্ষিক বিতর্কে গত মঙ্গলবার ২০ সেপ্টেম্বর সকালের সেশনে দেওয়া বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বর্তমান মেয়াদের শেষ প্রান্তে রয়েছেন বারাক ওবামা। এবারের অধিবেশনেই তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে সাধারণ পরিষদে বিদায়ী ভাষণ দেন। গত মঙ্গলবার সাধারণ পরিষদে দেওয়া বিদায়ী ভাষণে বিশ্বব্যাপী নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে বিভিন্ন দেশের মধ্যে বৃহত্তর সমন্বয়ের আহ্বান জানান ওবামা। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের সবচেয়ে মারাত্মক শরণার্থী সংকট এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় একটি নতুন কর্মপদ্ধতি গ্রহণের ওপরও জোর দেন তিনি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রগতি এবং এ সংক্রান্ত আন্তর্জাতিক প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করেন ওবামা। তবে এসময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিচ্যুতির কথাও স্বীকার করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ঠা-া যুদ্ধের অবসান হওয়ার পর আমরা একটি শতাব্দীর এক-চতুর্থাংশ সময় পেরিয়ে এসেছি। নানা দিক থেকে পৃথিবী এখন আগের তুলনায় কম সহিংস। আগের চেয়ে বেশি সমৃদ্ধ। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করেছেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে ৩ লাখ ৬০ হাজার শরণার্থী নিবে ৫০ টি দেশ। গত মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক একটি সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এমন ঘোষণা দেন। প্রেসিডেন্ট বলেছেন, সম্মেলনে যোগ দেয়া ৫০টি দেশ এই শরণার্থী গ্রহণ করবে। এর মধ্যে জার্মানি ও কানাডার মত দেশ আসছে বছরে গত বছরের চাইতে দ্বিগুণ শরণার্থী গ্রহণ করবার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান ওবামা। আগামী মাসের ১লা দিন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ২০১৭ অর্থবছর। এই অর্থ বছরে দেশটি ১ লাখ ১০ হাজার শরণার্থী গ্রহণ করতে সম্মত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে শেষ হতে যাওয়া বিদায়ী অর্থবছরে তাদের গৃহীত শরণার্থীর সংখ্যা হবে ৮৫ হাজার।