Studypress News
জাতিসংঘের ৭১ তম অধিবেশন নিয়ে কিছু তথ্য
22 Sep 2016
গত ১৩ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার ,থেকে নিউইয়র্কে জাতিসংঘের ৭১ তম অধিবেশন শুরু হয়। টেকসই উন্নয়ন লক্ষ্য: পৃথিবী বদলে দেওয়ার বৈশ্বিক উদ্যোগ’ এই স্লোগানে শুরু হয় এ সম্মেলন।
এ সম্মেলনেঃ
- উদ্বোধনী দিনে অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ফিজির স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পিটার টমসন এই বছরের ১ জানুয়ারিতে গৃহীত ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ অর্জনে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। রাষ্ট্রদূত টমসনের প্রস্তাব অনুসারে, এই অধিবেশনের স্লোগান হয়েছে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য: পৃথিবী বদলে দেওয়ার বৈশ্বিক উদ্যোগ’।
- সাধারণ পরিষদের সভায় বাংলাদেশকে সর্বসম্মতভাবে ৭১তম অধিবেশনের সহসভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
- *প্রধান আকর্ষণ দুই সপ্তাহব্যাপী সাধারণ বিতর্ক। এটি শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর।
- প্রথমবারের মতো বিশ্ব সংস্থার বৈঠকে অংশ নেবেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী থেরেসা মে। অন্যদিকে, বারাক ওবামা এই অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর অষ্টম ও শেষ ভাষণটি দেন।
- শেখ হাসিনার এটি হবে টানা অষ্টম ভাষণ। নির্বাচিত মহিলা সরকার প্রধান হিসেবে এটি জাতিসংঘের ইতিহাসে রেকর্ড বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন।
- সাধারণ পরিষদের বিদায়ী সভাপতি ডেনমার্কের মগেন্স লিকেটফট তাঁর বিদায়ী ভাষণে মহাসচিব নির্বাচন প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এই স্বচ্ছতার ওপর নির্ভর করবে পরবর্তী মহাসচিবের নির্বাচনের বৈধতা।
- ৭১তম অধিবেশনের যে খসড়া এজেন্ডা গৃহীত হয়েছে, তাতে রয়েছে মোট ১৭০টি বিষয়।
- জাতিসংঘের এবারের অধিবেশনে বিভিন্ন দেশের ১৩৫ জন সরকার ও রাষ্ট্রপ্রধান এতে চলমান নানা বৈশ্বিক সংকট নিরসনে আলোচনা করবেন।