Studypress News
পৃথিবীর প্রাচীনতম বড়শির সন্ধান
20 Sep 2016

পৃথিবীর প্রাচীনতম একজোড়া বড়শির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা।জাপানের ওকিনাওয়া দ্বীপের একটি গুহায় মাছ ধরার এই বড়শিটি পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, জোড়া বড়শিটি প্রায় ২৩ হাজার বছরের পুরনো।সামুদ্রিক শামুকের খোলস কেটে এই বড়শি বানানো হয়েছে।ধারণা করা হয় যে এই দ্বীপে ৩০,০০০ বছর আগে মানুষের বসবাস শুরু হয়।
Important News

Highlight of the week
