Studypress News
১২ টি বিভাগে এমি এওয়ার্ড জিতল
19 Sep 2016
আমেরিকান টিভি ইতিহাসে একটি নতুন রেকর্ড গড়ে ফ্যান্টাসি ড্রামা সিরিজ ‘গ্রেইম অফ থ্রোন্স’। এবারের এমি অ্যাওয়ার্ড-এর আসরে জিতে নিয়েছে সেরা ড্রামা টিভি সিরিজ সহ মোট ১২ টি পুরষ্কার ।জর্জ আর আর মার্টিনের উপন্যাস ‘সং অফ আইস অ্যান্ড ফায়ার’-এর টিভি সংস্করণ ‘গেইম অফ থ্রোন্স’ দ্বিতীয়বারের মতো জিতে নিল সেরা ড্রামা সিরিজের খেতাব। এছাড়াও এই বিভাগের সেরা পরিচালক ও সেরা রচয়িতার পুরষ্কারটিও গেছে এই টিভি সিরিজের ঘরে।