Studypress News
বিশ্বের পাঁচ কোটি শিশু উদ্বাস্তু
19 Sep 2016
সারা বিশ্বে চলমান যুদ্ধ- বিগ্রহ ও দারিদ্র্যতার মারাত্বক প্রভাব পড়ছে শিশুদের উপর। বিশ্বের প্রায় পাঁচ কোটি শিশু গৃহহারা হয়েছে।ইউনিসেফের তৈরি ‘আপরুটেড: দ্য গ্রোইং ক্রাইসিস ফর রিফিউজি অ্যান্ড মাইগ্রেন্ট চিল্ডেন’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।ইউনিসেফ বলছে, কেবল সহিংসতা ও যুদ্ধের কারণে বিশ্বের ২ কোটি ৮০ লাখ শিশু উদ্বাস্ত হয়ে পড়েছে। এর মধ্যে ১ কোটি শিশু শরণার্থীও রয়েছে। আরও ২ কোটি শিশু সংঘবদ্ধ সন্ত্রাস অথবা চরম দারিদ্র্যের কারণে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।প্রতিবেদনে বলা হয়, অন্তত ১০ লাখ আশ্রয়প্রত্যাশী শরণার্থী রয়েছে। শরণার্থী হিসেবে এদের মর্যাদাদানের বিষয়টি ঝুলে আছে। ১ কোটি ৭০ লাখ শিশু মানবিক সহায়তার অভাবে নিজ দেশেই উদ্বাস্তু হয়ে পড়েছে।ইউনিসেফ বলেছে, পরিবার-পরিজন ছাড়া একা একা সীমান্ত পাড়ি দেওয়া শিশুদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। গত বছর ১ লাখের বেশি শিশু উদ্বাস্তু হয়ে দেশ ছেড়েছে। ২০১৪ সালের তুলনায় এ সংখ্যা তিন গুণ বেশি। গত বছর ৪৫ শতাংশ শরণার্থী শিশুই এসেছে সিরিয়া ও আফগানিস্তান থেকে।