Studypress News
গ্রহাণুতে যাচ্ছে নাসার মহাকাশযান ‘ওসিরিস-রেক্স’
09 Sep 2016
ধূমকেতুর পর প্রথমবারের মতো কোনও গ্রহাণুতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ‘ওসিরিস-রেক্স’।অসম্ভব দ্রুত গতিতে পৃথিবীর দিকে ছুটে আসা ঘাতক গ্রহাণু ‘বেন্নু’কে ঠেকানোর চেষ্টাতেই সেটির কাছে যাচ্ছে নাসা। পৃথিবীর ওপর গ্রহাণুটির আছড়ে পড়ার আশঙ্কা অনেকটাই। ২০১৮ সালে ‘বেন্নু’তে পৌঁছবে ‘ওসিরিস-রেক্স’। এরপর ২০২৩ সালে এটি পৃথিবীতে ফিরে আসবে।