Studypress News
কারেন্ট অ্যাফেয়ার্স: আগস্ট, ২০১৬
07 Sep 2016
১ আগস্ট
# দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রার (পটুয়াখালী) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু।
# দেশের ইতিহাসে প্রথমবারের মতো বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নারী সীমান্তরক্ষী দল।
২ আগস্ট
# ভারতের পশ্চিমবঙ্গের নাম বদলে হচ্ছে ‘বাংলা’।
# মাইক্রোসফটের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ফাউন্ডার্স অ্যাওয়ার্ড জেতেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির।
# বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র হংকং-এ ঘূর্ণিঝড় নিদার আঘাত।
৪ আগস্ট
# ইতালিতে খাদ্যের অপচয় ঠেকাতে নতুন আইন পাস।
৫ আগস্ট
# প্রথম বাংলাদেশি হিসেবে অলিম্পিকের মশাল বহন করেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
# বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ঠেকাতে ব্যর্থতার দায়ে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংককে এক কোটি পেসো জরিমানা করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক, যার মূল্যমান প্রায় ১০ লাখ ডলার। আট কোটি ১০ লাখ ডলার ফেরত দেওয়ার প্রতিশ্রুতি।
৬ আগস্ট
# বাংলাদেশ ব্যাংকের জুলাই-ডিসেম্বর ২০১৬ মুদ্রানীতি প্রকাশ
৭ আগস্ট
# নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে রাশিয়া প্যারালিম্পিক দলকে নিষিদ্ধ ঘোষণা আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির।
৮ আগস্ট
# পরমাণু কার্যক্রম বিষয়ে মার্কিন গোয়েন্দাদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানের বিখ্যাত পরমাণুবিজ্ঞানী শেহরাম আমিরির মৃত্যুদণ্ড কার্যকর।
১০ আগস্ট
# বৃহস্পতির কক্ষপথে উৎক্ষেপণের পর নাসার 'জুনো' প্রথম ছবি পাঠিয়েছে।৭ লাখ মাইল দূরে অবস্থিত মহাকাশযানের 'জুনোক্যাম' ক্যামেরায় তোলা ছবিতে গ্রহটির বিখ্যাত 'গ্রেট রেড স্পট' আর বড় চারটি চাঁদের মধ্যে অপেক্ষাকৃত বড় তিনটি চাঁদ আইও, ইউরোপা, গ্যানিমেড দেখা যায়। 'জুনো' এ বছর ৪ জুলাই বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করে। ২০১১ সালে জুনো চালু করা হয়েছিল।
১১ আগস্ট
# জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৩৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ফেরদৌসী প্রিয়ভাষিণীকে মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।এর আগে আরও ১২২ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ হয়েছিল। এ নিয়ে মোট ১২৩ জনকে সরকার স্বীকৃতি দিল।
১৩ আগস্ট
# সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা ।
১৫ আগস্ট
#টানা তৃতীয়বার অলিম্পিকের দ্রুততম মানব জ্যামাইকার উসাইন বোল্ট।
১৬ আগস্ট
# ফিফার সাবেক প্রেসিডেন্ট জোয়াও হ্যাভেলাঞ্জের মৃত্যু।
# পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার হানিফ মোহাম্মদের মৃত্যু।
১৭ আগস্ট।
# চীনে বিশ্বের প্রথম কোয়ান্টাম স্যাটেলাইট উৎক্ষপণ।
১৮ আগস্ট।
# বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতীয় জ্বালানি তেলবাহী ট্রাক-লরি ত্রিপুরায় যাতায়াত করার সাময়িক অনুমতি বাংলাদেশ সরকারের। বাংলাদেশ-ভারতের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর।
# অলিম্পিক ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিল তারকা নেইমারের।
১৯ আগস্ট
# ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের যুব বেকারত্বের হার কম : বিশ্বব্যাংকের প্রতিবেদন। বাংলাদেশে এ হার ৯.১ শতাংশ; ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের হার যথাক্রমে ১০.৪, ১৯.১ ও ২০.৮ শতাংশ।
# বিশ্বের ১৪০টি বড় শহরের মধ্যে বসবাস অনুপযোগী শহরের তালিকায় চতুর্থ ঢাকা।
২০ আগস্ট
# ক্যারিবীয় দেশ হাইতিতে কলেরা মহামারির জন্য জাতিসংঘের দায় স্বীকার। ২০১০ সালের ঐ মহামারিতে ছয় লাখ মানুষ আক্রান্ত হয়, যাদের মধ্যে ১০ হাজার মানুষ মারা যায়।
২১ আগস্ট
# জাতিসংঘের সম্মাননা পেয়েছেন শান্তিরক্ষী মিশনের প্রথম নারী কমান্ডার বাংলাদেশের নাজমা বেগম।
রিও অলিম্পিকে রিদমিক জিমনিস্টিকে বাংলাদেশি বংশোদ্ভূত রুশ জিমন্যাস্ট মার্গারিটা মামুনের স্বর্ণপদক জয়।
২২ আগস্ট
# বাংলাদেশে সংরক্ষিত বনের গাছ কাটা যাবে না ২০২২ সাল পর্যন্ত।দেশের জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর বিধি-নিষেধের সময় ২০২২ সাল পর্যন্ত বৃদ্ধি করেছে
২৪ আগস্ট
# সিরিয়ার ভেতরে ‘ইউফ্রেটিস শিল্ড’ নামে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক।
# পাঁচ দশকের বেশি সময়ের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে কলম্বিয়া সরকার ও ফার্ক বিদ্রোহী গোষ্ঠী ঐতিহাসিক এক শান্তি চুক্তিতে সই করেছে।
২৫ আগস্ট
# ভারতের আহমেদাবাদে আগামী ৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে কাবাডি বিশ্বকাপ। এবারের আসরে অংশ নেবে ১২ টি দল; বাংলাদেশ, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইরান, পোল্যান্ড, পাকিস্তান, কোরিয়া, জাপান, কেনিয়া ও ভারত। আগের ৭টি আসরের প্রতিটিতেই স্বর্ণ জেতে ভারত।
২৬ আগস্ট
# পরস্পরের বিপক্ষে ৩৪ বার খেলেছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন জুটি বেঁধে। আগামী বছর থেকে শুরু হতে যাওয়া নতুন টুর্নামেন্ট লেভার কাপে ইউরোপের হয়ে বিশ্ব একাদশের বিপক্ষে দ্বৈতে খেলবেন ফেদেরার ও নাদাল।
২৭ আগস্ট
# জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর এনভারোনমেন্ট এন্ড হিউম্যান সিকিউরিটি (Institute for Environment and Human Security) এবং Bundnis Entwicklung Hilft দ্বারা প্রকাশিত বিশ্ব ঝুঁকি সূচক ২০১৬ তে কোনো দেশের অবকাঠামোকে যাচাই করা হয় যা কিনা দেশের দুর্যোগ দুর্ঘটনার ঝুঁকি তৈরিতে ভূমিকা রাখছে। এই সূচকে বাংলাদেশের অবস্থান ৫ম, যেখানে ২০১১সালের সূচকে বাংলাদেশের স্থান ছিল ৬ষ্ঠ। # পাকিস্তানের স্থান ৭২তম। ভারতের স্থান ৭৭তম
২৮ আগস্ট
# একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরীর মৃত্যু।
# রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন নির্মাণে দুই দেশের মধ্যে চুক্তি।
২৯ আগস্ট।
# বিশ্ব ঝুঁকি সূচক ২০১৬ এ বাংলাদেশ ৫ম
# যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন জন কেরি।
# ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম বদল করে ‘বাংলা’ রাখার প্রস্তাব রাজ্য বিধানসভায় পাস।
৩০ আগস্ট
# ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ইংল্যান্ড। ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৪৪৪ রান করে ইংলিশরা।
৩১ আগস্ট
# ব্রাজিলের সিনেট প্রেসিডেন্ট দিলমা রুসেফকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার পর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অস্থায়ী প্রেসিডেন্ট মিচেল তেমের। বুধবার সিনেটের ভোটাভুটিতে ৬১-২০ ভোটে ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট রুসেফের বিদায় নিশ্চিত হয়। এতে দেশটিতে বামপন্থি ওয়ার্কার্স পার্টির টানা ১৩ বছরের শাসনের অবসান হয়। গত মে মাসে রুসেফ বরখাস্ত হওয়ার পর থেকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন রুসেফ সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট তেমের।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।