Studypress News

সিরিয়ায় ‘ক্লোরিন গ্যাস’ হামলা

07 Sep 2016

সিরিয়ার উত্তরাঞ্চলে  সাকরেব শহরে হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা ফেলা হয়েছে, যাতে ক্লোরিন গ্যাস ছিল বলে দাবি করেছেন চিকিৎসক ও উদ্ধারকর্মীরা।  এতে আক্রান্ত হয়েছে কমপক্ষে ৩০ জন।বলা হচ্ছে, আলেপ্পোর ওই উপশহরে সরকারি বাহিনী হেলিকপ্টার থেকে ক্লোরিন গ্যাসভর্তি ব্যারেলবোমা ফেলেছে। 

ক্লোরিন শিল্প-কারখানায় ব্যবহারের জন্য একটি সাধারণ রাসায়নিক। কিন্তু অস্ত্র হিসেবে এর ব্যবহার ‘রাসায়নিক অস্ত্র কনভেনশন’-এ নিষিদ্ধ করা হয়েছে। ক্লোরিনের বিষক্রিয়ায় সাধারণত চোখে জ্বালাপোড়া করে, চামড়া কুঁচকে যায়, শ্বাসকষ্ট হয় এবং মুখ থেকে রক্তাক্ত ফেনা বের হয়।