Studypress News

৩৬তম বিসিএস লিখিত: বাংলা ২য় পত্র

06 Sep 2016

১। বাংলায় অনুবাদ করুন:          ১৫

Traffic jam is not an uncommon phenomenon in our country, especially in the Dhaka City. Traffic jam, by definition, is the huddling up of too many vehicles in a specific place of a highway or in a street, with the result that the vehicles clog up, so to say, and cannot move ahead. This creates a great problem. People who are busy on urgent business miss their timetable. In the morning, for example, many people sail to attend their workplaces in time. The transportation of goods get delayed. Perhaps the worst consequence is suffered by patients being carried to hospitals or clinics. The mental and physical sufferings too are no less important. The number of vehicles, especially rickshaws, is a major cause of this nuisance.

 

২। একজন প্রবীণ মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা-পরবর্তী প্রজন্মের এক তরুণের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে সংলাপ লিখুন।                           ১৫

৩। ক। ‘সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন’-বিষয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন লিখুন।                         ১৫

অথবা

খ। বাংলাদেশের একটি যাদুঘরের বর্ণনা দিয়ে বিদেশি বন্ধুর নিকট একটি পত্র লিখুন।

৪। বাঙালির ইতিহাস কিংবা লোকঐতিহ্য নির্ভর একটি গ্রন্থের সমালোচনা লিখুন। ১৫

৫। যে কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন:                      ৪০

ক। বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য।

খ। জাতীয় উন্নয়নে মুক্তিযুদ্ধের চেতনা।

গ। শিষ্টাচার ও সৌন্দর্য।

ঘ। বাংলাদেশে পরিবেশ বিপর্যয় ও তার প্রতিকার।

ঙ। নারী উন্নয়ন।