Studypress News
নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন আবু বেলাল মো. শফিউল হক
25 Jun 2015

বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লে. জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এনডিসি, পিএসসি। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।দায়িত্ব গ্রহণের পর শফিউল হক হবেন দেশের ১৫ তম সেনাপ্রধান।তিনি বর্তমান সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। সেনাপ্রধান হিসেবে ইকবাল করিমের মেয়াদ ২৫ জুন শেষ হবে।আবু বেলাল সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন।
আবু বেলাল ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে তিনি সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি সোর্ড অব অনারসহ বিভিন্ন পুরস্কার লাভ করেন।পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজ বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। পরে ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমএ ডিগ্রি নেন দর্শনে। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।তাঁর স্ত্রীর নাম সোমা হক। তাঁদের এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। ২০১৩ সালের ১ জানুয়ারি প্রধানমন্ত্রী কার্যালয়ের সশস্ত্রবাহিনী শাখার প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পান।জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীর কমান্ডার হিসেবে ইরাক, ইথিওপিয়া ও ইরিত্রিয়ায় কাজ করে এসেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই কর্মকর্তা।আবু বেলালের ভাই ব্যবসায়ী আনিসুল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে সম্প্রতি নির্বাচিত হয়েছেন।বর্তমানে দায়িত্ব পালনকারী সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া ২০১২ সালের ২৫ জুন থেকে পরবর্তী ৩ বছর মেয়াদের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ওই দিনই তিনি লে. জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি পান। তিনি জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনের স্থলাভিষিক্ত হন।
Important News

Highlight of the week
