Studypress News

ফিলিস্তিনি নাগরিকদের পূর্ণ পোস্টাল রাইটস প্রদান

05 Sep 2016

# ফিলিস্তিনি নাগরিকেরা প্রথমবারের মত সরাসরি নিজেদের চিঠিপত্র গ্রহণ করতে পারবেন।
# তার আগে সব ধরনের পোস্ট বা চিঠিপত্র ইসরাইল হয়ে স্থানীয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে পৌঁছাতো।
রোববার (০৪/০৯/২০১৬ ইং) এক চুক্তি সই হয় যার মাধ্যমে এই অঞ্চলকে আর্থিক লেনদেনসহ পূর্ণ পোস্টাল রাইটস দেয়া হয়েছে, অর্থাৎ এখন থেকে নিজেদের নামে পাঠানো চিঠিপত্র গ্রহণ করতে পারবেন তারা।

# ২০০৮ সালের এক মধ্যস্থতার ধারাবাহিকতার ফলশ্রুতিতে এই অধিকার দেয়া হলো।
# মধ্যস্থতা করেছিল ইউনাইটেড নেশনস ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন যারা বিশ্বজুড়ে চিঠিপত্র আদান প্রদানের বিষয়টি নিয়ন্ত্রণ করে থাকে।