Studypress News

উজবেকিস্তানের প্রেসিডেন্ট কারিমভ এর মৃত্যু

05 Sep 2016

# উজবেকিস্তানের প্রথম এবং একমাত্র প্রেসিডেন্ট ইসমাইল কারিমভ (৭৮) স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। 
# সোভিয়েত ইউনিয়নের পতনের পর সৃষ্টি হয় উজবেকিস্তান। 
# তারপর নব সৃষ্ট দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করেন কারিমভ। 
# দেশটি শাসন করেছিলেন একটানা ২৫ বছর ধরে।