Studypress News
বাকুতে দাবা অলিম্পিয়াড ২০১৬ তে বাংলাদেশ
05 Sep 2016
দাবা অলিম্পিয়াডের তৃতীয় রাউন্ডে উন্মুক্ত বিভাগে জর্ডানের বিপক্ষে আর মেয়েদের বিভাগে উরুগুয়ের বিপক্ষে জিতেছে বাংলাদেশ।
আজারবাইজানের বাকুতে রোববার (৪/০৯/২০১৬ ইং) উন্মুক্ত বিভাগে ৩.৫-০.৫ পয়েন্টে জর্ডানকে হারায় বাংলাদেশ। তৃতীয় রাউন্ডে খেলা তিন গ্র্যান্ডমাস্টারের মধ্যে এনামুল হোসেন রাজীব ও জিয়াউর রহমান জিতেছেন; ড্র করেছেন আব্দুল্লাহ আল রাকিব। জিতেছেন ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন।
১৮০ দেশের মধ্যে ৫৩তম স্থানে বাংলাদেশ।
চতুর্থ রাউন্ডে আলবেনিয়ার বিপক্ষে খেলবে।
মেয়েদের বিভাগে উরুগুয়ের বিপক্ষে বাংলাদেশের জয় ২.৫-১.৫ পয়েন্টে। বাংলাদেশের মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা জেতেন। তিন মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন, নাজরানা খান ও জাকিয়া সুলতানা ড্র করেন।
মেয়েদের বিভাগে ৪ ম্যাচ পয়েন্ট নিয়ে ১৪০ দেশের ৫০তম স্থানে থাকা বাংলাদেশ চতুর্থ রাউন্ডে খেলবে তুরস্কের বিপক্ষে।