Studypress News

৩৬তম বিসিএস লিখিত: বাংলাদেশ বিষয়াবলি

03 Sep 2016

৩৬তম বিসিএস লিখিত: বাংলাদেশ বিষয়াবলী

১। ক) বাংলাদেশের ভূ-প্রকৃতিতে প্রবাল দ্বীপ এর গুরুত্ব কি?             ৫

     খ) বাংলাদেশের নিষ্ক্রিয় ব-দ্বীপ বলতে কি বুঝেন?                        ৫

     গ) বাংলাদেশের ভূ-প্রকৃতিতে বরেন্দ্র অঞ্চল ও বরেন্দ্র যাদুঘর এর গুরুত্ব আলোচনা করুন।                                                                                      ৫

      ঘ) বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ এবং সংসদ ভবনের ঐতিহাসিক গুরুত্ব কি?                                                                     ৫

 

২। ক) বাঙ্গালী জাতীয়তাবাদের উদ্ভবে ১৯৫২ সালের ভাষা আন্দোলন এর তাৎপর্য বর্ণনা করুন।                                                                                      ৫

     খ) বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এর গুরুত্ব আলোচনা করুন।                                                                                              ৫

     গ) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের প্রভাব পর্যালোচনা করুন।                                                                           ৫

     ঘ) মুজিবনগর সরকার বলতে কি বুঝেন?                                              ৫

৩। ক) বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানের রাষ্ট্র পরিচালার মূলনীতিগুলি কি কি?                                                                                                    ৫

     খ) বাংলাদেশের সংবিধান অনুসারে জনগণের মৌলিক অধিকারসমূহ কি কি?          

     গ) বাংলাদেশের সংবিধানে উল্লিখিত নারীর অধিকারগুলো লিখুন।                  ৫

     ঘ) 'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' বাংলাদেশের সংবিধান অনুসারে সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুসারে ব্যাখ্যা করুন।                                                      ৫

 

৪। ক) বাংলাদেশের স্থানীয় সরকারের কাঠামো তুলে ধরুন।                        ৫

    খ) স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন বিধিমালা-২০১৫ তুলে ধরুন।                   ৫

    গ) "বাংলাদেশের পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ"-আলোচনা করুন।৫

    ঘ) "ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬" পর্যালোচনা করুন।

 

৫। ক) ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণের দলিলের গুরুত্ব বর্ণণা করুন। উক্ত দলিলে পাকিস্তান ও ভারতীয় বাহিনীর পক্ষে কে কে স্বাক্ষর করেন এবং মুক্তি বাহিনীর পক্ষে কে উপস্থিত ছিলন?                       ৫

     খ) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস-আলোচনা করুন।                       ৫

    গ) স্বাধীন বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাহার কার্যক্রম-পর্যালোচনা করুন।

   ঘ) বাংলাদেশের ছিটমহল সমস্যা সমাধানে বর্তমান সরকারের অর্জন আলোচনা করুন।                                                                                                     ৫

৬। ক) সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল উদ্দেশ্যসমূহ কি কি?                           ৫

     খ) বাংলাদেশ সরকারের ২০২১ সালের মধ্যে উন্নয়নের লক্ষ্য সমূহ পর্যালোচনা করুন।                                                                                                      ৫

    গ) পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন বলতে কি বুঝেন?                                    ৫

   ঘ) মেট্রো রেল প্রকল্পের সম্ভাবনা এবং অগ্রগতি পর্যালোচনা করুন।                  ৫

৭। ক) নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের ৫টি উল্লেখযোগ্য পদক্ষেপ কি? ৫

    খ) খেতাবপ্রাপ্ত তিনজন নারী মুক্তিযোদ্ধার নাম, অবদানসহ উনারা কোন কোন

সেক্টরে যুদ্ধ করেন? বর্ণনা করুন।                                                               ৫

   গ) বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে কখন প্রথম মহিলা বিচারপতি নিয়োগ দেওয়া হয়? উক্ত বিচারপতির নাম এবং সংক্ষেপে পেশাগত জীবনী লিখুন।

   ঘ) বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক খেতাব প্রাপ্তি সমূহ বর্ণনা করুন।                                                                                          ৫

৮। ক) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এ পর্যন্ত কতজনকে মৃত্যুদন্ড প্রদান করা হয়েছে এবং কার কার মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে?

    খ) E-Tendering বলতে কি বুঝায়? বাংলাদেশে কখন থেকে E-Tendering ব্যবস্থা চালু করা হয়েছে।

   গ) সাংবিধানিক পদ বলতে কি বুঝায়? বাংলাদেশের ৫টি সাংবিধানিক পদের নাম ও সংক্ষেপে দায়িত্ব লিখুন।

   ঘ) বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষণ দলসমূহের ভূমিকা/গুরুত্ব বর্ণণা করুন।

৯।  বাংলাদেশের সংবিধানের নিম্নলিখিত সংশোধনীগুলির রাজনৈতিক প্রেক্ষাপট ও গুরুত্ব বর্ণণা করুন।

     ক) বাংলাদেশের সংবিধানের ৫ম সংশোধনী।       ৫

     খ) বাংলাদেশের সংবিধানের ১২তম সংশোধনী      ৫

     গ) বাংলাদেশের সংবিধানের ১৫তম সংশোধনী।    ৫

     ঘ) বাংলাদেশের সংবিধানের ১৬তম সংশোধনী।    ৫

 

১০। টীকা লিখুন যে কোন ৪টি।      ৫*৪=২০

      ক) আয়কর মেলা।

      খ) জাতীয় শিক্ষানীতি-২০১০।

     গ) আইন  এবং অধ্যাদেশের মধ্যে পার্থক্য।

     ঘ) SAARC এবং বাংলাদেশ।

       ঙ) Representation of Peoples' Ordr (RPO)

       চ) বাংলাদেশে সংবাদ পত্রের স্বাধীনতা। 

# ৩৮তম বিসিএস প্রিলি কোর্স

·    ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি

·    কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)

·    কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)

·    কোর্স ফি: ১০০০ টাকা

·    ৫ জানুয়ারির মধ্যে ভর্তি হলে ৮০০ টাকা

# ৩৮তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি কোর্স শুরু করছে স্টাডিপ্রেস (www.studypress.org)। কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
∎StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Register)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

Or, স্টাডিপ্রেসে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু "পাসওয়ার্ড " ভুলে গেছেন। তাহলে আপনার "ই-মেইল" ও "মোবাইল নম্বর" studypress FB page -এ Message পাঠান। নতুন পাসওয়ার্ড দেওয়া হবে।

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(০১৯১৭-৭৭৭০২১)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। ০১৯১৭৭৭৭০২১ আমাদের বিকাশ নাম্বার