Studypress News
বাংলা থেকে ইংরেজি অনুবাদ (৩৬তম বিসিএস লিখিত)
02 Sep 2016
Translate the following into English:
মহান মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্বের ঠিকানা। আমাদের জীবনে মুক্তিযুদ্ধ শুধুমাত্র একটি শব্দই নয়।মুক্তিযুদ্ধ প্রতিটি বাঙালীর অন্তরের এক অনন্ত বহ্নি শিখার নাম। মুক্তিযুদ্ধ বাঙালীর গৌরব আর গর্ব, বাঙালীর চেতনা, বাঙালীর ইস্পাতকঠিন দৃঢ়তা। বাঙালীর অনুপ্রেরণা, বাঙালীর শানিত হওয়ার অপর নাম। মুক্তিযুদ্ধই আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যত। আমাদের এগিয়ে যেতে হবে এই মুক্তিযুদ্ধের চেতনাকে আলোকবর্তিকা হিসেবে গ্রহণ করে। আমাদের জীবনেরযাবতীয় প্রাপ্তি, স্বপ্ন-সাধ, পরিকল্পনা সব কিছু হতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকেন্দ্রিক। কেননা মুক্তদিযুদ্ধই আমাদের জাতিস্বত্তার ভিত্তি, আমাদের বেঁচে থাকার এবং এগিয়ে চলার অবলম্বন।
মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে ভীষণভাবে আপ্লুত করে এবং চলার পথে অনুপ্রেরণা জোগায়, তাদের জাতীয়তাবোধ ও আত্মপরিচয় দান করে। তারা মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই পড়তে পছন্দ করে, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার জন্য তাদের লক্ষ্য করা যায় গভীর আগ্রহ। মুক্তিযুদ্ধ এই প্রজন্মের দেশপ্রেমের এক অনি:শেষ প্রেরণা ও উৎসাহের নাম।
তরুণ প্রজন্মের ধর্মই হলো নতুনের পানে ছুটে চলা। যে জানতে চায় জাতিস্বত্তার পরিচয়; সে যেতে চায় আপন শিকড়ের মূলে। আর এ চলার পথে তাকে উদ্বুদ্ধ করে নিজ জাতির ইতিহাস, ঐতিহ্য, লৌকিকত্ব এবং সাংস্কৃতিক চেতনা আর পরিচয়। সে এসে দাঁড়ায় ৭১ এর সামনে; সে জানতে পারে কত ত্যাগ, তিতিক্ষা ও রক্তের বিনিময়ে এ জাতি স্বাধীনতা অর্জন করেছে। আজকের তরুণ প্রজন্ম গড়ে উঠেছে মুক্তিযুদ্ধকালীন ইস্পাতকঠিন দৃঢ়তা, চেতনা ও দেশপ্রেম নিয়ে। এর প্রমাণ পাওয়া যায় একুশের বইমেলা এবং স্বাধীনতা ও বিজয় দিবসে। দেশের আনাচে কানাচে তরুণ প্রজন্মের প্রতিটি সদস্যকে তাদের কপালে ও বুকে-পিঠে জাতীয় পতাকাসহ ও পতাকাশোভিত পোশাকে শহীদ মিনার ও বিজয়স্তম্ভে উপস্থিত দেখা যায়। এটি তাদের সুগভীর দেশপ্রেমরই বহি:প্রকাশ। ৭১ এর অনুপ্রেরণা, চেতনা ও দেশপ্রেম আমাদের আছে, থাকবে এবং অনন্তকাল থাকবে।
The Great Liberation War is the ultimate destination of our existence. In our life, the term is not only confined to a word. Liberation War is the name of a flaming agony in the heart of each and every Bengali. Liberation War is the another name of Bengali's glory and pride, sensation and firmness, inspiration and revolt. Liberation War is our past, present and future. We'll have to proceed with the emotion of Liberation War as flambeau. Liberation War should be the pivot of all our expectations, planning and dreams. Liberation War is the foundation of our nationalism, survival and shelter of proceeding. The history of liberation war overwhelms our new generation, encourages them along their way of life, gives them national and self identity. They like to read the books related to Liberation War; they have also profound eagerness about Liberation War. Liberation War provides this generation inspiration and enthusiasm. Young generation is meant to drive to the new. Everyone who wants to know the identity of nationalism wants to discover the root of his own. Along this way, he is inspired by his national history, heritage, individualism and cultural consciousness and identity. He comes along 71 and he comes to realize how this nation was liberated with sacrifice and blood. Today's young generation has been brought up with the firmness, consciousness and patriotism of Liberation War. This can be verified during Ekusey Boi Mela and Victory Day and Independence Day. Young people from every corner of the country are seen to decorate themselves with national flag or this like dress. This expresses their profound patriotism. The inspiration, spirit and patriotism of 1971 are with us, will be with us and it will continue forever.