Studypress News

দেশের ৫৭তম তফসিলি ব্যাংক: সীমান্ত ব্যাংকের উদ্বোধন

02 Sep 2016

●সীমান্ত ব্যাংক লিমিটেড।

●উদ্বোধন: ১ সেপ্টেম্বর, ২০১৬

●উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

●এটি দেশের (৫৭তম) তফসিলি ব্যাংক।

●এটি নিয়ে বর্তমানে দেশে মোট ব্যাংকের সংখ্যা (৬৪টি)।

●মূলধন: ৪০০ কোটি টাকা অনুমোদিত এবং ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে গঠিত সীমান্ত ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করে গত ১০ অগাস্ট, ২০১৬ তারিখে গেজেট প্রকাশ করে সরকার।

●মালিকানা: সীমান্ত ব্যাংকের মালিকানা থাকবে বিজিবি কল্যাণ ট্রাস্টের হাতে।

●প্রধান কার্যালয়: ঢাকার জিগাতলায় সীমান্ত স্কয়ারের কাছে নির্মিত নতুন ভবনে এর প্রধান কার্যালয়।

● এমডি: এনআরবি ব্যাংকের এমডি মোখলেছুর রহমানকে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

●চেয়ারম্যান: বিজিবির মহাপরিচালক--আজিজ আহমেদ।

●ব্যাংকে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে: ব্যাংকে চাকরির ক্ষেত্রে বিজিবির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাবেন। ঋণের ক্ষেত্রেও তারা বিশেষ সুবিধা পাবেন।