Studypress News
পদ হারালেন দিলমা, ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট মিচেল তেমের
01 Sep 2016
ব্রাজিলের সিনেট প্রেসিডেন্ট দিলমা রুসেফকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার পর নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অস্থায়ী প্রেসিডেন্ট মিচেল তেমের। বুধবার সিনেটের ভোটাভুটিতে ৬১-২০ ভোটে ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট রুসেফের বিদায় নিশ্চিত হয়। এতে দেশটিতে বামপন্থি ওয়ার্কার্স পার্টির টানা ১৩ বছরের শাসনের অবসান হয়। গত মে মাসে রুসেফ বরখাস্ত হওয়ার পর থেকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন রুসেফ সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট তেমের।
রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের ঘুষ কেলেঙ্কারির কারণে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে রুসেফের বিপক্ষে বিক্ষোভ করে এবং তাঁর পদত্যাগ দাবি করে।