Studypress News
আকুর চেয়ারম্যান হলেন আতিউর
13 Jun 2015
২০০৯ সালের ১ মে বাংলাদেশ ব্যাংকের দশম গভর্নর হিসাবে চার বছরের জন্য দায়িত্ব নেন আতিউর। এরপর তাকে আরও এক মেয়াদের জন্য গুরুত্বপূর্ণ এ দায়িত্বে রাখার সিদ্ধান্ত জানায় সরকার। ২০১৬ সালের ২ অগাস্ট তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।এশিয়ার নয়টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে গড়ে ওঠা লেনদেন ব্যবস্থা হচ্ছে আকু।আঞ্চলিক সহযোগিতা সুনিশ্চিত করতে ১৯৭৪ সালে এই অর্থ বিনিময় ব্যবস্থা ইউনাইটেড নেশনস ইকোনোমিক কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের উদ্যোগে গড়ে তোলা হয়।প্রথমে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ইরান ও শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে আকু গঠিত হয়। এরপর মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ এতে যুক্ত হয়। বর্তমানে আফগানিস্তান আকুর পর্যবেক্ষক হিসেবে রয়েছে।এসব দেশের আমদানি-রপ্তানির যে বিল হয়, তা আকুর মাধ্যমে পরিশোধ হয়। প্রতি দুই মাস পরপর এই বিল পরিশোধ হয়ে থাকে। ডলার ও ইউরোর মাধ্যমে আকুতে লেনদেন হয়।