Studypress News
পিএসসি নন ক্যাডার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)পরীক্ষা :২০১৬
31 Aug 2016
সময়: ৩ ঘন্টা পূর্ণমান: ২০০
সাধারণ জ্ঞান-৪০
যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন: ৫*৩=১৫
১। সংবিধান কি? সংবিধানের কয়টি ভাগ আছে?
২। পূর্ণ রূপ লিখুন: BGMEA, PPP, GNP
৩। প্রধান নির্বাচন কমিশনারের নাম কি? Bkash কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে?
৪। বাংলাদেশ রাইফেলসের বর্তমান নাম কি? কোন আইন সংস্কার করে র্যাব গঠন করা হয়?
৫। কর কত প্রকার ও কি কি? কর আদায়ের দায়িত্ব কোন সংস্থার? আয়কর রিটার্ন কী?
৬। বাংলাদেশের বিচার বিভাগ কিভাবে গঠিত হয়?
৭। বাংলাদেশের একমাত্র সরকারী মেরিন একাডেমী কোথায় অবস্থিত? এটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
৮। সামাজিক মূল্যবোধের ভিত্তি কি?
খ) আন্তর্জাতিক বিষয়াবলী ৫*৩=১৫
যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন:
৯। সংক্ষিপ্ত উত্তর: ক) হামাস খ) শান্তিরক্ষী বাহিনী
১০। OPEC ভুক্ত তিনটি আরবীয় দেশগুলো কি কি? SAARC এর পরবর্তী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
১১। অন্নপূর্ণা পর্বতের অবস্থান কোথায়? বিশ্বের সবচেয়ে বড় মরুভূমির নাম কি?
১২। চ্যান্সেলর কোন দেশের সরকার প্রধানের পদবী? কংগ্রেস কোন দেশের আইন সভার নাম।
১৩। সংক্ষিপ্ত উত্তর দিন-ক) গ্লোবাল ভিলেজ খ) বিশ্বব্যাংক গোষ্ঠি
১৪। ডি-৮ ভুক্ত দেশগুলো কি কি? এদেশগুলোর সরকার প্রধানগণের নাম লিপিবদ্ধ করুন।
১৫। বিশ্বরে দীর্ঘতম খাল কোনটি? আধুনিক অলিম্পিক কবে কোথায় শুরু হয়?
১৬। কনফুসিয়াস কে ছিলেন? সার্কভুক্ত কোন দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশী?
(গ) বিজ্ঞান ও প্রযুক্তি: ৫*২=১০
যেকোনো দুইটি প্রশ্নের উত্তর দিন:
১৭।
ক) রক্ত কি?
খ) ফ্যাক্স যন্ত্রের কাজ কী?
গ) ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশী কোন গ্যাস পাওয়া যায়?
ঘ) মানব দেহের ক্ষুদ্রতম কোষের নাম কী?
ঙ) শিশুদের ০৩ মাস বয়স পর্যন্ত কোন খাবার যথেষ্ট?
১৮.
ক) ল্যাপটপ কি?
খ) রংধনু সৃষ্টির সময় পানি কিসের কাজ করে?
গ) ডায়রিয়া রোগের লক্ষণ কী?
ঘ) ধনুষ্টংকারের প্রধান প্রতিষেধক কী?
ঙ) কোন গ্যাস বেলুনে ব্যবহৃত হয়?
১৯। সংক্ষেপে লিখুন-
ক) আকাশ নীল দেখায় কেন?
খ) গাছের পাতা সবুজ কেন?
গ) নিউক্লিয়াস কে আবিষ্কার করেন?
ঘ) গ্রীন হাউজ এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
ঙ) আলোর গতিবেগ কত?
বাংলা-৫০
১। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করুন: ১৫
ক) মুক্তিযুদ্ধ যাদুঘর
খ) স্বাস্থ্যসেবা ও আমাদের জনগণ
গ) আত্মকর্ম সংস্থানে কুটির শিল্প
ঘ) যুব সমাজের অবক্ষয় ও তার প্রতিকার
ঙ) শ্রাবণ সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা
২। সারমর্ম লিখুন: ৫
“ঠাঁই নাই, ঠাঁই নাই-ছোট সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণ গগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীল তীরে,
রহিনু পড়ি
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।”
৩। (ক) কারখানার বর্জ্য নির্গমনে ফলে আপনার এলাকায় বিপর্যয়ের আশঙ্কার কথা জানিয়ে দৈনিক পত্রিকায় একটি পত্র লিখুন।
অথবা
বৃক্ষ নিধনের অপকারিতা সম্বন্ধে বন্ধুকে সচেতন করার লক্ষ্যে একটি পত্র রচনা করুন।
৪। যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দিন: ৩*৫=১৫
ক) ‘পাকা’ শব্দের পাঁচটি ভিন্নার্থক বাক্যে প্রয়োগ করুন।
খ) প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কত প্রকার ও কি কি? উদাহরণসহ লিখুন।
গ) প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখুন।
ঘ) ‘পৃথিবী’র পাঁচটি প্রতিশব্দ লিখুন।
ঙ) ‘ষ-ত্ব’ বিধান বলতে কি বুঝায়? ‘ষ-ত্ব’ বিধানের তিনটি নিয়ম লিখুন।
৫। বাংলায় অনুবাদ করুন:
A good student reads regularly. He obeys his parents and teachers. He neither tells a lie nor keeps bad company. He looks gentle and intelligent. Everyday he plays for an hour with good boys in the afternoon. Nobody dislikes him.
ENGLISH
Write an essay on one of the following:
Importance Of Railway communication in Bangladesh.
(Hints: Introduction-long history-advantages of railway communication-recent development in this sector-what more to be done-conclusion)
Festivals in Bangladesh.
(Hints: Introduction-common festivals-perticipation of people from all walks of life-Conclusion)
Write a letter to the editor of newspaper drawing attention of the two city corporation to take immediate steps to recover Dhaka’s dying canals.
Write a letter to your younger brother who is residing abroad, asking him to come to the country & celebrating the upcoming Eid.
Read the following text carefully and answer the questions given bellow:
Education is not an end, but means to an end, we do not educate children only for the purpose of educating them; our purpose is to fit them for life; as soon as we realize this fact, we will understand that it is very importasnt to choose a system of Education, which will really prepare children for life. It is not enough just to choose the first system of Education one finds, or to continue with our old system of Education witout examining it is in fact suitable or not.
What is the defination of education given in the text?
Why do we educate our children?
Why is system of Education put emphasis in the text?
what’s the view of the writer about the system of Education?
Give a summary of the text in two or three sentences.
Fill in the gap with appropriate word/words: 05
Would you mind ............. a folk song?
I do not like the ......... of an egg.
If he ......., he would succeed in the examination.
......good qualification, he did not shine in life.
He has recently .......the bar.
Put appropriate word/words in the gap or directed in the bracket: 05
Everyone rejoiced ....... his success. (put preposition)
He is vexed with me .....my conduct. (put preposition)
He plays ...flute. (put rticle)
The drums are beating. (make it passive)
Entering the room, I found him reading. ( Make it complex)
Make sentences with the following words/phrases: 05
Pros and cons
To the letter
Three R’s
Household word
By turn
টেকনিক্যাল (পুরকৌশল)-৬০
যেকোনো ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে: ১০*৬=৬০
১। ক) Mild Steel এর জন্য একটি আদর্শ Stress-Strain অংকন করে Proportinal Limit, Yield Point, Ultimate Point ও Breaking Point নির্দেশ করুন।
খ) Water-Cemet ratio বলতে কি বুঝায়? একটি কংক্রিটের মিশ্রণ তৈরি করতে Water-Cement Ratio 0.4 হলে প্রতি ব্যাগ সিমেন্টের জন্য কত লিটার পানি প্রয়োজন হবে?
২। ক) পেইন্ট ও পেইন্টিং বলতে কী বুঝায়? পেইন্টের মূল উপাদান গুলো কি কি লিখুন।
খ) নীট সিমেন্ট ফিনিশং কাকে বলে? নীট সিমেন্ট ফিনিশিং কেন করা হয়?
৩। Sheer Force ও Bending Moment এর সংজ্ঞা দিন। চিত্রে প্রদর্শিত বীমটির Shear Force ও Bending Mment চিত্র অংকন করুন।
৪। ক) সেপটিক ট্যাংক বলতে কি বুঝায়? একটি ২০০ জন লোকের ব্যবহারযোগ্য সেপটিক ট্যাংক এর প্লান ও লম্বালম্বি ছবি এঁকে দেখান।
খ)বিশুদ্ধ পানি কাকে বলে? পানি বিশুদ্ধকরণের মূল উদ্দেশ্যগুলো লিখুন?
গ) রিটেইনিং ওয়াল কি? উহা কেন ব্যবহার করা হয়?
৬। Railway track এর জন্য ব্যবহৃত নিম্নলিখিত Sleeper সমূহের সুবিধা-অসুবিধা সমূহ বর্ণনা করুন।
ক) Timber Sleeper খ) Cast-iron Sleeper গ) Concrete-Sleeper ঘ) Pre-Stressed Sleeper
৭। সাধারণত কত ধরনের Macadam Road নির্ণয় করা হয়? প্রতিটি ক্ষেত্র্রের নির্মাণ পদ্ধতি ও ব্যবহৃত মালামালের বর্ণনা দিন।
৮। নির্মাণ সাইটের পার্শ্ববর্তী কাঠামো ও সম্পদ রক্ষার জন্য এবং নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকের সুরক্ষার জন্য BNBC অনুযায়ী কি কি ব্যবস্থা গ্রহণের নির্দেশ রয়েছে তার বিস্তারিত বর্ণনা দিন।
..............................................................................................................
শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা
- ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
- কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
- কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
- ভর্তি ফি: ৫০০ টাকা
স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।