Studypress News
জঙ্গি দমনে কয়েকটি সফল অপারেশন
30 Aug 2016
সম্প্রতি জঙ্গি দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক পরিচালিত কয়েকটি সফল অপারেশন:
১। অপারেশন থান্ডার বোল্ট:
গুলশানে জঙ্গি দমনে ও জিম্মি ঘটনার অবসানের জন্য পরিচালনা করা হয় থান্ডার বোল্ট অপারেশন।
সময়: এটি ১৩ মিনিটের যৌথ অভিযান।
অবস্থান: হলি আর্টিজান বেকারী, গুলশান-২, ঢাকা।
ফলাফল: ছয় জঙ্গি নিহত।
২। অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স:
সোয়াট বাহিনীর নেতৃত্বে ‘অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স’ নামে অভিযানে রাজধানীর কল্যাণপুরে এক জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান।
সময়:ভোর ৫টা ৫১ মিনিটে এ অভিযান শুরু হয়। শেষ হয় ৬টা ৫১ মিনিটে।
অবস্থান: কল্যাণপুর, ঢাকা।
ফলাফল: নয় জঙ্গি নিহত।
৩। অপারেশন হিট স্ট্রং টুয়েন্টি সেভেন:
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় কবরস্থানের পাশে তিন তলা বাড়িতে জঙ্গি আস্তানায় ২৭-০৮-২০১৬ তারিখে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান।
সময় নেয়: সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত এক ঘণ্টার এ অভিযান।
অবস্থান: পাইকপাড়া, নারায়ণগঞ্জ, ঢাকা।
ফলাফল: জেএমবি নেতা তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত।