Studypress News

সাব-রেজিস্ট্রার লিখিত পরীক্ষা: সাধারণ জ্ঞান (২০১৬)

30 Aug 2016

সাব-রেজিস্ট্রার লিখিত পরীক্ষা: সাধারণ জ্ঞান (২০১৬)

নির্ধারিত সময়: ৩ ঘন্টা             পূর্ণমান-১০০

ক) অতীত ও বর্তমান ঘটনা প্রবাহ

১। যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে।                                                ৫*৬=৩০

ক) জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কি? এর কার্যাবলী কি কি? এখন কয়টি দেশে শান্তিরক্ষা মিশনের কাজ চলছে?

খ) এশীয় উন্নয়ন ব্যাংকের লক্ষ্য সমূহ কি? বাংলাদেশে এই ব্যাংকের কার্যক্রম সম্পর্কে একটি ধারণা দিন।

গ) ওআইসি প্রতিষ্ঠার প্রেক্ষাপট কি ছিল? এর লক্ষ্য সমূহ অর্জনে এটি কতটুকু সাফল্য লাভ করেছে?

ঘ) বাংলাদেশের পররাষ্ট্র নীতির লক্ষ্য ও উদ্দেশ্যের আলোকে বাংলাদেশ-ভারত এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বর্তমান পরিস্থিতির মূল্যায়ন করুন।

ঙ) আমাদের মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তীকালে পুনর্গঠন কার্যক্রমে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভূমিকা সম্পর্কে লিখুন।

চ) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মনোনয়ন প্রাপ্তির প্রক্রিয়া বর্ণনা করুন।

ছ) রোহিঙ্গা জনগোষ্ঠির উপর আপতিত দুর্ভোগ মোকাবেলায় বাংলাদেশ কিভাবে সফল হতে পারে বলে আপনি মনে করেন।

জ) ইউরোপে সিরিয় উদ্বাস্তুদের আগমন সন্তোষজনকভাবে মোকাবেলায় কি কি করা সম্ভব বলে আপনি মনে করেন?

খ) দৈনন্দিন বিজ্ঞান

২। যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে।

ক) ঝুলন্ত সেতুর উপর দিয়ে সৈন্যদের মার্চ করতে দেয়া হয় না?

খ) সুউচ্চ পাহাড় বা পর্বতের উপর রান্না করা দুরুহ কেন?

গ) দুরবর্তী স্থানে টেলিভিশন তরঙ্গ কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে কেন করা হয়?

ঘ) কম্পিউটার নেটওয়ার্ক কতভাগে বিভক্ত এবং কি কি?

ঙ) কাঁচা ফল সবুজ হলেও পাকলে তা বিভিন্ন রংয়ের হয় কেন?

চ) সাপের কামড়ের স্থান দেখে সাপ সম্বন্ধে কি ধারণা পাওয়া যায়? বিষধর সাপ কাটলে কি করা উচিত?

ছ) আবহাওয়া ও জলবায়ু বলতে কি বুঝায়? এর উপাদান সমূহ কি কি?

গ) বাংলাদেশ বিষয়াবলী   মান-২০

৩। যেকোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে।

ক) আয়তনে বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা কোন কোনটি?

খ) দেশের প্রথম আদিবাসী মেলা কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়?

গ) বাংলাদেশের বীরত্ব খেতাব গুলি কি কি?

ঘ) আমাদের জাতীয় পতাকার রং এবং বৃত্তের তাৎপর্য বর্ণণা করুন।

ঙ) বাংলাদেশের কোথায় গরম পানির প্রস্রবন অবস্থিত?

চ) সংবিধানের দ্বাদশ সংশোধনী বিল ছিল? কবে সেটি পাশ করা হয়?

ছ) বাংলাদেশের নির্বাচন কমিশন কবে গঠিত হয়েছিল এবং সে সময়ের প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?

জ) সোনারগাঁও কোথায় অবস্থিত? এর চারদিকের নদীগুলোর নাম কি কি?

ঝ) শিল্পাচার্য জয়নুল আবেদিন কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন?

ঞ) বাংলাদেশের জলসীমার আয়তন কত?

ট) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৃহৎ প্রতিষ্ঠান কোনটি এবং এটি কোথায় অবস্থিত?

ঠ) বাংলাদেশের প্রথম টেষ্টটিউব বেবীর নাম কি? কবে সে জন্মলাভ করে?

ড) বাংলাদেশে ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট কবে থেকে চালু হয়েছে?

ঘ)  শব্দ সংক্ষেপ  মান-১০

৪। পূর্ণরূপ কি (ইংরেজীতে লিখতে হবে। ১০টির উত্তর দিতে হবে)

ক) OIC খ) ICDDRB  গ) SMS ঘ) WTO ঙ) ECNEC চ) BIMSTEC ছ) UNCST জ) WHO ঝ) CTBT ঞ) SAARC ট) OMS ঠ) RAB  ড) GNP ঢ) GSP

ঙ) বিবিধ বিষয়াবলী    মান-২০

৫। যেকোনো দশটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিতে হবে।

ক) জিকা ভাইরাস কি? কিসের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়?

খ) সম্প্রতি আরব আমিরাতে দুটি অভিনব মন্ত্রণালয় গঠিত হয়েছে। এদের নাম কি?

গ) সাম্প্রতিক কালে অনুষ্ঠিত T-20 বিশ্বকাপ খেলায় কোন দল সর্বোচ্চ রান করে এবং কোন দলের বিপরীতে করে?

ঘ) অপারেশন জেরোনিয়াম ও বোয়াজিজ কি?

ঙ) কার্ডিওগ্রাফ ও ইনকিউবেটর কি কাজে ব্যবহার করা হয়?

চ) গ্র্যান্ড ক্যানিয়ন কি এবং কোথায় অবস্থিত?

ছ) রাতকানা ও গলগন্ড রোগের কারণ কি কি?

জ) বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা কোন স্থানে ও কবে করা হয়েছিল।

ঝ) বীরশ্রেষ্ঠদের মধ্যে কার দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে আনা হয়েছে?

ঞ) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হচ্ছে এবং কবে এর নির্মাণ কাজ শেষ হবে?