Studypress News
ভারতের পশ্চিমবঙ্গের নাম এখন থেকে ‘বাংলা’
30 Aug 2016

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের সিদ্ধান্ত রাজ্যে বিধানসভায় পাস হয়েছে। নতুন নাম হচ্ছে বাংলা। ইংরেজিতে বেঙ্গল আর হিন্দিতে বাঙাল।
আজ সোমবার (২৯/০৮/২০১৬ ইং) রাজ্য বিধানসভায় নাম পরিবর্তনের এই প্রস্তাব বিপুল ভোটের ব্যবধানে পাস হয়েছে। প্রস্তাবের পক্ষে ১৮৯ ভোট পড়ে আর বিপক্ষে পড়ে ৩১ ভোট।
বিধানসভার বিশেষ অধিবেশনে নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করেন সংসদবিষয়ক ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে রাজ্য মন্ত্রিসভায় এ মাসের ২ তারিখে দুটি প্রস্তাব গৃহীত হয়। বাংলা অথবা বঙ্গ। তবে অধিকাংশের মত ছিল ‘বাংলা’ নামের পক্ষে। সেই নামকেই অনুমোদন করেন মমতা। এরপরে আজ তা পেশ করা হয় বিধানসভা অধিবেশনে।
ভারতের বিভিন্ন রাজ্যের নাম পূর্বেও পরিবর্তন করা হয়েছে।
# সংযুক্ত প্রদেশের নাম পরিবর্তন হয়ে হয়েছে উত্তর প্রদেশ
# হায়দরাবাদের পরিবর্তে হয়েছে অন্ধ্র প্রদেশ
# মধ্য ভারতের নাম হয়েছে মধ্যপ্রদেশ
# উত্তরাঞ্চলের পরিবর্তে হয়েছে উত্তরাখন্ড
# উড়িষ্যার পরিবর্তে হয়েছে ওডিশা
# ত্রিবাঙ্কুর-কোচিনের পরিবর্তে কেরালা
# মাদ্রাজের পরিবর্তে তামিলনাড়ু এবং
# মহীশুরের পরিবর্তে রাজ্যের নাম হয়েছে কর্ণাটক
Important News

Highlight of the week
