Studypress News
বিশ্ব ঝুঁকি সূচক ২০১৬ এ বাংলাদেশ ৫ম
29 Aug 2016
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর এনভারোনমেন্ট এন্ড হিউম্যান সিকিউরিটি (Institute for Environment and Human Security) এবং Bundnis Entwicklung Hilft দ্বারা প্রকাশিত বিশ্ব ঝুঁকি সূচক ২০১৬ তে কোনো দেশের অবকাঠামোকে যাচাই করা হয় যা কিনা দেশের দুর্যোগ দুর্ঘটনার ঝুঁকি তৈরিতে ভূমিকা রাখছে। # এই সূচকে বাংলাদেশের অবস্থান ৫ম, যেখানে ২০১১সালের সূচকে বাংলাদেশের স্থান ছিল ৬ষ্ঠ। # পাকিস্তানের স্থান ৭২তম। # ভারতের স্থান ৭৭তম।