Studypress News
আই এস দমনে তুরস্কের "ইউফ্রেতিস শিল্ড"
29 Aug 2016
গত ২৪ আগস্ট থেকে তুরস্ক সিরিয়ার ভেতরে ‘ইউফ্রেটিস শিল্ড’ নামে সামরিক অভিযান শুরু করেছে। এতে তুরস্কের বিশেষ বাহিনীকে ট্যাংকবহর ও জঙ্গিবিমান সহায়তা দিচ্ছে। এতে তুর্কি বাহিনী ক্রমেই সামনের দিকে এগিয়ে চলেছে। অনেকটাই সাফল্যের মুখ দেখতে শুরু করেছে। প্রতিপক্ষ গ্রুপ ক্রমেই পিছু হটছে।
তবে গেল ৫দিনে প্রতিপক্ষের এক তুর্কি সেনা শাহাদতবরণ এবং অন্য তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ৩৫ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে বলে খবর দিয়েছে ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সংস্থাটি দাবি করেছে, সিরিয়ার জাবআল-কুসা এলাকায় তুর্কি বাহিনীর হামলায় ২০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। এ এলাকাটি আলেপ্পো প্রদেশের জারাবলুস শহরের কাছে অবস্থিত। এর পাশাপাশি তুর্কি বাহিনীর বোমা হামলায় স্থানীয় চার গেরিলা গেরিলা মারা গেছে।