Studypress News
ইউরোপ সেরার দৌড়ে জিতল রোনালদো
29 Aug 2016
২০১৬ সালে উয়েফার সেরা ইউরোপীয় খেলোয়ার হিসেবে পুরস্কার জিতে নেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর মাধ্যমে দুইবার পুরস্কার জেতা মেসিকে ছুয়ে ফেলেন পর্তুগিজ এই অধিনায়ক।রিয়াল মাদ্রিদের হয়ে গতবার লা লিগা না জিতলেও মর্যাদার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেন রোনালদো। বিশেষ করে মৌসুমের শেষের দিকে কোচ জিনেদিন জিদানের অধীনে জ্বলে উঠেন তিনি। এরপর ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো আসরে দেশকে প্রথমবারের মতো শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩১ বছর বয়সি তারকা। বেল ও গ্রিজম্যানের সঙ্গে পুরস্কার জয়ের লড়াইয়ে ছিলেন এই পর্তুগিজ স্ট্রাইকার। উল্লেখ্য যে তিনি পর্তুগালের হয়ে ইউরোতে তিনটি গোল করেন।